ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সামান্য উন্নতি

প্রকাশিত: ০৪:০৮, ১৯ নভেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের সামান্য উন্নতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৫৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ১২ লাখ ৩১ হাজার ৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫৬ লাখ টাকা। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার। কোম্পানিটির ৩৭ লাখ ২৭ হাজার ১৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ২৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৩৮ লাখ ৫৫ হাজার ৪৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪০ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, ইফাদ অটোস, ওয়াটা কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট, সিলভা ফার্মা ও ফরচুন সুজ লিমিটেড। ডিএসই দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রংপুর ডেইরি ফুড এ্যান্ড প্রডাক্টস লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.১৫ শতাংশ। তথ্য অনুযায়ী, রবিবার শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৪৩ বারে ৩৫ লাখ ৩০ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪২ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৪৬ বারে ১৯ লাখ ৬২ হাজার ৫৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, কোহিনুর কেমিক্যাল, সিলভা ফার্মা, এমবি ফার্মা, ন্যাশনাল টি কোম্পানি, গোল্ডেন হার্ভেস্ট, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস ও ফু-ওয়াং ফুড লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।
×