ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেসেটে মাত্র ১ ভোটে সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাসীনরা

প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগে বেকায়দায় নেতানিয়াহু

প্রকাশিত: ০৪:০১, ১৯ নভেম্বর ২০১৮

 প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগে  বেকায়দায় নেতানিয়াহু

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কারণে ক্ষমতাসীন জোট সরকারের শরিক একটি দলের সমর্থন প্রত্যাহারের পর বেকায়দায় পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগাম নির্বাচন ঠেকাতে সরকারের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন লিকুদ পার্টির এ শীর্ষ নেতা। রবিবার জোট সরকারের আরেক শরিক দল কুলানু পার্টির নেতা অর্থমন্ত্রী মোশে কালনের সঙ্গেও নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। খবর বিবিসি। নির্বাচন ঠেকাতে একে নেতানিয়াহুর শেষ চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। তিনদিনের সংঘর্ষের পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জেরে বুধবার প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবেরমেনের পদত্যাগের পরই লিকুদ নেতৃত্বাধীন জোট সরকারে বিবাদ শুরু হয়। লিবেরমেনের পদত্যাগের সঙ্গে সঙ্গে তার দল ইসরাইল বেইতেনুও ক্ষমতাসীনদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। যা ইসরাইলী পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীনদের অবস্থান নিয়ে আনে ১ ভোটের সংখ্যাগরিষ্ঠতায়। জোটের ঐক্য ঠিক রাখতে নেতানিয়াহু শুক্রবার শরিকদল হাবাইয়িত হায়েহুদির নেতা নাফতালি বেনেতের সঙ্গে বৈঠক করেন। বেনেত সেখানে নিজেই প্রতিরক্ষা মন্ত্রণালয় চেয়ে বসলে আলোচনা ভেস্তে যায়। হাবাইয়িত হায়েহুদির এ নেতা পরে তাকে মন্ত্রী না বানালে তার দলও ক্ষমতাসীন জোট ছাড়বে বলে হুঁশিয়ার করে দেন। প্রতিরক্ষামন্ত্রী হতে পারলে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করারও প্রতিশ্রুতি আছে বেনেতের। ‘যাতে ইসরাইল আবারও জিততে শুরু করবে,’ বলেছেন তিনি। বেনেতের মধ্যেই আগাম নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু তাতে কান দেননি। কালনও নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
×