ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রায় দু’শ’ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৮:৩৬, ১৮ নভেম্বর ২০১৮

প্রায় দু’শ’ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনশ’ আসনের মধ্যে প্রায় দু’শ আসনের প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ আসনের দলের প্রাথমিক তালিকা তৈরি করেছে দলটি। চতুর্থ দফা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে শনিবার ৮২টি আসনে প্রার্থিতা চ‚ড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার জোট-মহাজোটসহ ৩শ’ আসনেই প্রার্থিতা চ‚ড়ান্ত করবে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার রাতে তার বাসভবন গণভবনে চতুর্থ দফায় অনানুষ্ঠানিক বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। বৈঠক সূত্র জানায়, দেশীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন জরিপ সংস্থা এবং দলীয় নির্ভরযোগ্য জরিপ টিমের রিপোর্ট অনুযায়ী তিনশ’ আসনের পূর্ণাঙ্গ রিপোর্ট রয়েছে দলীয় প্রধান শেখ হাসিনার হাতে। ওই জরিপ অনুযায়ী অনেক আগেই দলের জনপ্রিয় প্রার্থীদের তালিকা ধরেই অধিকাংশ আসনেই দলীয় প্রার্থিতা চ‚ড়ান্ত করেছে দলটি। বৈঠক সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে দলীয় প্রার্থিতা চ‚ড়ান্ত করার পাশাপাশি জোট-মহাজোটের সম্ভাব্য আসন নিয়েও আলোচনা হয়। মহাজোটের প্রধান শরিক দল বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে কোন কোন আসন ছেড়ে দেয়া যায়, জোটের এই শরিক দলটির সম্ভাব্য প্রার্থীদের নিজ নির্বাচনী এলাকায় অবস্থান কেমন এ নিয়েও চুলচেরা বিশ্লেষণ হয়। সূত্র জানায়, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জোট কিংবা মহাজোট যেভাবেই হোক, নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না এমন কোন প্রার্থীকে ছাড় দেবে না আওয়ামী লীগ। বৈঠকে উপস্থিত সংসদীয় বোর্ডের একাধিক সদস্য জানান, আসনওয়ারী প্রার্থী তালিকা প্রায় সবগুলোরই খসড়া তৈরি করা হয়েছে। প্রিলিমিনারি আলোচনা সবগুলো আসন নিয়েই হয়েছে। প্রায় ৬০ থেকে ৬৫টি আসনে প্রার্থিতা বাছাইয়ের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সেগুলো নিয়ে আজ রবিবার পুনরায় বৈঠকে বসা হবে। পরদিন অর্থাৎ আগামীকাল সোমবার সবগুলো আসন চ‚ড়ান্ত করা হবে। এছাড়া জোট-মহাজোটের আসনেও আমরা সেসব প্রার্থী দেব সেগুলোও আজকের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হতে পারে। সোমবার আনুষ্ঠানিক বৈঠকে বসেই জোট-মহাজোটের তিনশ’ আসনে প্রার্থী তালিকা চ‚ড়ান্ত হতে পারে। বৈঠকে উপস্থিত অপর দুই সদস্য জানান, শনিবার মূলত বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের আসন নিয়ে কাজ করেছি। অন্যান্য আসনগুলো নিয়েও আলোচনা হয়েছে। প্রার্থী তালিকার খসড়া প্রায় চ‚ড়ান্ত পর্যায়ে। দু’ এক দিনের মধ্যে শুধু দলীয় এবং জোট-মহাজোটের সম্ভাব্য একটি প্রার্থী তালিকা প্রণয়ন সম্ভব হবে। বৈঠক সূত্র আরও জানায়, এবার প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে ভিন্ন কৌশল গ্রহণ করবে আওয়ামী লীগ। রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপি-জামায়াতের প্রার্থী তালিকা দেখার পরই নিজ দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি। তবে চ‚ড়ান্ত মনোনয়ন তালিকায় থাকা দলীয় প্রার্থীদের আজ রবিবার থেকেই মোবাইল মেসেজ কিংবা তথ্যপ্রযুক্তির এ্যাপের মাধ্যমে গ্রিন সিগন্যাল দিয়ে নির্বাচনী ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়া হতে পারে বৈঠক সূত্রে জানা গেছে।
×