ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এম এম হোসেন

কেরানীগঞ্জে হচ্ছে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রকাশিত: ০৭:৩৪, ১৮ নভেম্বর ২০১৮

কেরানীগঞ্জে হচ্ছে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হলেও শিগগিরই ঢাকার কেরানীগঞ্জে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস হচ্ছে। সেখানে ৩০ একর জমি বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে ১৮ একর ভূমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত অবস্থায় রয়েছে। এছাড়া সৌদি সরকারের অর্থায়নে দক্ষিণ এশিয়ায় সর্ব প্রথম ইসলামী অ্যারাবিক ইনস্টিটিউট হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশ^মানের ইসলামী উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্য পূরণে কাজ করছে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়। দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসার ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফলাফল প্রকাশ অনলাইনে পরিচালিত হচ্ছে। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর দেশের সব ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল মাদ্রাসা পরিচালনার ভার ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে ন্যস্ত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে থাকা কালে ফাজিল অনার্স চালু ছিল ৩১টি মাদ্রাসায়। বর্তমানে ৭৩টি মাদ্রাসায় ফাজিল (অনার্স) কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ে ¯œাতক সম্মান পড়ার সুযোগ পাচ্ছেন। বিষয়গুলো হলো আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবী ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও দাওয়া এ্যান্ড ইসলামিক স্টাডিজ। আগে মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রী ছিল না। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে ৩০টি মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রী চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এ বিশ্ববিদ্যালয়ে এমফিল, পিএইচডি ও বিভিন্ন গবেষণা প্রোগ্রাম চালু করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, জীব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইসলামী আইন, ইসলামী দর্শন, তাসাউফ ইত্যাদি বিষয়ে অনার্স চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রোশন খান বলেন, বর্তমানে ৭৩টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। আরও বেশ কয়েকটি মাদ্রাসায় অনার্স কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে এমফিল ও পিএইচডি ডিগ্রী চালু করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৌদি সরকারের অর্থায়নে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ইসলামিক এ্যারাবিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্কলার তৈরি হবেন উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী বলেন, মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন করে কুরআন-হাদিস শাস্ত্রে পারদর্শী দক্ষ আলিম তথা প্রকৃত জ্ঞানী-গুণী ইসলাম ধর্মতত্ত্ববিদ তৈরি হবেন। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। নিজস্ব ক্যাম্পাস নির্মাণে তার হাত দিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) গত ১৭ অক্টোবর ৪১৩ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প পাস হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্বিবিদ্যালয় হতে এ বিশ্বিবিদ্যালয়ে দায়িত্ব স্থানান্তর হওয়ার পর আমরা খুবই স্বল্প সংখ্যক জনবল নিয়ে অত্যন্ত আন্তরিকতা সততা ও নিষ্ঠার সঙ্গে মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় মনোযোগী হই। আমাদের লক্ষ্য হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহান উদ্দেশে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সে উদ্দেশ্য সফল করা। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা যেন জঙ্গীবাদসহ অন্যান্য অপরাধ থেকে মুক্ত থাকতে পারে এজন্য মাদ্রাসাগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে জোর দেয়া হয়েছে। শিক্ষার্থীরা অন্য চিন্তা না করে খেলাধুলা চর্চা ও সাংস্কৃতিক কর্মকা-ে জীবনযাপনে বিকারগ্রস্ত মানসিকতা থেকে দূরে থাকবে। তাদের মনও ভাল থাকবে, পড়াশোনা ভাল করবে।
×