ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবুজ বাংলার ‘সূর্যসাক্ষী’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৭:২৩, ১৮ নভেম্বর ২০১৮

সবুজ বাংলার ‘সূর্যসাক্ষী’ মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ নেত্রকোনা জেলার সাতপাই অঞ্চলের যাত্রা ইউনিট সবুজ বাংলা। চলতি নতুন মৌসুমের জন্য দলটি প্রতিষ্ঠা করেছেন স্থানীয় সাংস্কৃতিক অনুরাগী, সমাজসেবী শাহাবউদ্দিন শান্ত। তিনিই এ দলের স্বত্বাধিকারী। দলের নির্বাচিত পালাগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ‘সূর্যসাক্ষী।’ শ্রমিক আন্দোলন, তথাকথিত সমাজপতিদের ভোগ-লালসা এবং গ্রাম্য রাজনীতির বহুমুখী ঘটনা নিয়ে এ সামাজিক পালাটি লিখেছেন রঞ্জন দেবনাথ। নির্দেশনা দিয়েছেন প্রবীণ পরিচালক এফ এম রাজ্জাক (গোঁসাই)। সম্প্রতি ‘সূর্যসাক্ষী’ পালাটির মঞ্চায়ন হয়ে গেল শিল্পকলা একাডেমি আয়োজিত দল নিবন্ধনের জন্য বিশেষ যাত্রা প্রদর্শনীতে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জুয়েল রানা, সুলতান রাহী, ডাঃ মানিক, সুরুজ ফকির, এম কালাম, আবুল হাশেম, শংকর সাহা, মিটু আক্তার, সবিতা বেগম, সাধনা, সুইটি। সবুজ বাংলা যাত্রা ইউনিটের স্বত্বাধিকারী শাহাবউদ্দিন শান্ত বলেন, ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের চলমান ধারা অক্ষুণœœ রাখার জন্য এবং পাশাপাশি দুঃস্থ দরিদ্র যাত্রাশিল্পীদের কর্মসংস্থান ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েই মূলত আমার দল গঠনের উদ্দেশ্য। আমি বিশ্বাস করি, প্রযোজনায়, উপস্থাপনায় এবং জনপ্রিয় শিল্পীদের অভিনয়ের মধ্য দিয়ে গ্রাম বাংলাকে মাতিয়ে রাখবে আমার সবুজ বাংলা যাত্রা ইউনিট।
×