ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকেও বেশি এগোতে দেয়নি নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৭:১৫, ১৮ নভেম্বর ২০১৮

পাকিস্তানকেও বেশি এগোতে দেয়নি নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করে ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছিল পাকিস্তান। প্রথম টেস্টেও সরফরাজ আহমেদদের শুরুটা ছিল দুর্দান্ত। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে মাত্র ১৫৩ রানের গুঁড়িয়ে দেয় তারা। আবুধাবির টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে যেটি সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার রেকর্ড। তবে কিউই বোলাররা জবাব দিতে নামা পাকিস্তানকেও কিন্তু উড়তে দেয়নি। বড় কিছুর ইঙ্গিত দিয়ে শেষ পর্যন্ত ২২৭ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। বাবর আজম ৬২, আসাদ শফিক ৪৩, হারিস সোহেল আউট হয়েছেন ৩৮ রান করে। ট্রেন্ট বোল্ট একাই নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয়দিন শেষে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৬। লিড ১৮ রানে। জিত রাভাল ২৬ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যক্তিগত ২৭ রান নিয়ে ক্রিজে আছেন। ২ উইকেটে ৫৯ রান নিয়ে শনিবার দ্বিতীয়দিনের খেলা শুরু করে পাকিস্তান। ৬১.২ ওভারে আর ১৬৮ রান যোগ করতে বাকি ৮ উইকেট হারায় তারা। বাবর আজমের দায়িত্বশীল হাফ সেঞ্চুরি না এলে সরফরাজের দল আরও কম রানে থেমে যেত। ১০৯ বলে ৬২ রান করে ফেরেন রঙিন পোশাকের আলোচিত এ ব্যাটসম্যান। মাত্র ৫৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় পাকিরা। দুরন্ত বোলিংয়ে তারকা পেসার বোল্ট একাই নেন ৪ উইকেট। দুটি করে শিকার কলিন ডি গ্রান্ডহোম ও অভিষিক্ত স্পিনার আইজাজ প্যাটেলের। এর আগে প্রথমদিনে মাত্র দুই সেশনে নিউজিল্যান্ডকে ১৫৩ রানে গুঁড়িয়ে দেয়ার পথে পাকিস্তানের বোলাররা দারুণ বোলিং করেন। ৩৯ রানের মধ্যে দুই ওপেনারের সঙ্গে অভিজ্ঞ রস টেইলরকে হারায় কিউইরা। তবে হেনরি নিকোলসের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন অধিনায়ক উইলিয়ামসন। নিকোলস ফেরেন ২৮ রান করে। গোল্ডেন ডাকের স্বাদ পান কলিন ডি গ্র্যান্ডহোম। পরের কোন ব্যাটসম্যান পারেননি প্রতিরোধ গড়তে। এক সময়ে ৩ উইকেটে ১১১ রান করা নিউজিল্যান্ড ৪২ রানে হারায় শেষ ৭ উইকেট। লেগস্পিনার ইয়াসির শাহ ৩ উইকেট নেন ৫৪ রানে। দুটি করে শিকার আব্বাস, হাসান ও হারিস সোহেলের। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ১৫৩/১০ (৬৬.৩ ওভার; রাভাল ৭, লাথাম ১৩, উইলিয়ামসন ৬৩, টেইলর ২, নিকোলস ২৮, ওয়াটলিং ১০, ডি গ্র্যান্ডহোম ০, সোধি ৪, ওয়েগনার ১২, প্যাটেল ৬, বোল্ট ৪*; আব্বাস ২/১৩, হাসান ২/৩৮, বিলাল ১/৩৩, ইয়াসির ৩/৫৪, হারিস ২/১১, হাফিজ ০/০) ও দ্বিতীয় ইনিংস ॥ ৫৬/১ (২২.৪ ওভার; রাভাল ২৬, লাথাম ০, উইলিয়ামসন ২৭; হাসান আলি ১/১২)। পাকিস্তান প্রথম ইনিংস ॥ ২২৭/১০ (৮৩.২ ওভার; ইমাম ৬, হাফিজ ২০, আজহার ২২, হারিস ৩৮, শফিক ৪৩, বাবর ৬২, সরফরাজ ২, বিলাল ১১, ইয়াসির ৯; বোল্ট ৪/৫৪, ডি গ্রান্ডহোম ২/৩০, আইজাজ প্যাটেল ২/৬৪)। ** দ্বিতীয়দিন শেষে
×