ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের জয়রথ থামাল হল্যান্ড

প্রকাশিত: ০৭:১৫, ১৮ নভেম্বর ২০১৮

ফ্রান্সের জয়রথ থামাল হল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল ফ্রান্স। টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। অবশেষে ফরাসীদের জয়রথ থামিয়ে দিল হল্যান্ড। শুক্রবার উয়েফা নেশন্স লীগে ডাচরা ২-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিল দিদিয়ের দেশমের দলকে। হল্যান্ডের হয়ে দুই অর্ধে গোল দুটি করেন উইনালডুম এবং মেমফিস ডেপে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ডাচদের প্রথম এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের মিডফিল্ডার জর্জিনিও উইনালডুম। আর দ্বিতীয় গোলটি আসে ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৬ মিনিটে। পেনাল্টিতে গোল করে দলের জয়টাকে বড় করেন মেমফিস ডেপে। অথচ শক্তিশালী একাদশ নিয়েই হল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এমবাপে-গ্রিজম্যান-কান্তে, মাতুইদি, ভারানে, পাভার্ড থেকে শুরু করে ডেম্বেলেকেও খেলিয়েছেন দেশম। কিন্তু তারপরও ডাচদের বিপক্ষে পেরে উঠতে পারেনি ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে হারলেও উয়েফা নেশন্স লীগে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হল্যান্ড। জার্মানির অবস্থান খাদের কিনারায়। তিন ম্যাচ থেকে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। আগামী সোমবার আবারও মাঠে নামবে হল্যান্ড। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানি। জার্মানদের বিপক্ষে সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ডাচদের। গ্রুপের শীর্ষে থাকা ফ্রান্সের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে হল্যান্ড। ডাচদের বিপক্ষে ম্যাচে ড্র করতে পারলেই ফ্রান্সের শেষ চারে যাওয়া নিশ্চিত হতো। কিন্তু শেষ পর্যন্ত ডাচদের অলআউট ফুটবলের কাছে আর পেরে ওঠেনি বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে হল্যান্ডের কোচ শিষ্যদের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট। এ প্রসঙ্গে রোনাল্ড কোম্যান বলেন, ‘আমি আমার দলের কাছ থেকে এতটা আশা করিনি। কিন্তু তারা আমাকে মিথ্যা প্রমাণ করেছে। আমরা সত্যিকার অর্থেই দারুণ খেলেছি। ফ্রেঞ্চ লাইন-আপ দেখে আমি বিস্মিত হয়েছি। কিন্তু আমাদের ম্যাচটা একেবারে নিখুঁত ছিল। পুরো ৯০ মিনিটই আমরা ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছি।’ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হওয়ার পর নিজেদের ফিরিয়ে আনার মিশনে দারুণভাবে এগিয়ে চলেছে ডাচরা। নেশন্স লীগে ফ্রান্সের কাছে প্রথম ম্যাচে হারের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে দারুণভাবে ফিরে আসে কোম্যানের দল। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে এদিন তারা পুরোপুরিভাবেই আধিপত্য দেখিয়েছে। গোলরক্ষক হুগো লোরিসের অসাধারণ পারফর্মেন্সের কারণে জয়ের ব্যবধানটা আর বড় করতে পারেনি হল্যান্ড। এদিকে উয়েফা নেশন্স লীগে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন বুলগেরিয়ার গোলরক্ষক জিওর্জি পেটকোভ। চলতি বছরের শুরুতেই বুলগেরিয়ার শীর্ষ লীগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে খেলার রেকর্ড গড়েছিলেন তিনি। এবার নিজের দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলেও ইতিহাস গড়লেন স্লাভিয়া সোফিয়ার এই গোলরক্ষক। উয়েফা নেশন্স লীগে এদিন সাইপ্রাসের বিপক্ষে বুলগেরিয়ার জার্সিতে প্রথম একাদশেই খেলার সুযোগ পান পেটকোভ। দীর্ঘ ৯ বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেই ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি। ইউরোপের সবচেয়ে বেশি বয়সী গোলরক্ষক হিসেবে আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করার রেকর্ড গড়লেন তিনি। ৪২ বছর বয়সী পেটকোভ এদিন ম্যাচের পুরো ৯০ মিনিট খেলেছেন। ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। এই ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় পেটকোভ। এই বয়সে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখায় অনেকে বিস্মিত হলেও বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই দেখছেন বুলগেরিয়ার গোলরক্ষক। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এটাকে খুব স্বাভাবিকভাবেই নিচ্ছি। আসলে এ নিয়ে বিস্ময়ের কিছুই নেই। কেননা আমি আরও আগেই বলেছি যে, বুলগেরিয়াকে সহায়তা করতে আমি সবসময় প্রস্তুত।’ ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড জিওর্গোস কৌদাসের দখলে। ১৯৯৫ সালে ৪৮ বছর বয়সে গ্রীসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। নিজের বিদায়ী ম্যাচটি খেলার জন্য দীর্ঘ ১৩ বছর পর গ্রীসের জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। উয়েফা নেশন্স লীগের অন্যান্য ম্যাচে শুক্রবার ডেনমার্ক ২-১ গোলে ওয়েলসকে, স্লোভাকিয়া ৪-১ ব্যবধানে ইউক্রেনকে, মেসিডোনিয়া ২-০ ব্যবধানে লিচটেনস্টেইনকে এবং আর্মেনিয়া ৬-২ গোলে পরাজিত করে জিব্রাল্টারকে। স্লোভেনিয়া ১-১ গোলে ড্র করে নরওয়ের সঙ্গে।
×