ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যান্ডি টেস্ট, বৃষ্টিতে বাড়ল রোমাঞ্চের অপেক্ষা

প্রকাশিত: ০৭:১৪, ১৮ নভেম্বর ২০১৮

ক্যান্ডি টেস্ট, বৃষ্টিতে বাড়ল রোমাঞ্চের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণভাবে জমে ওঠা ক্যান্ডি টেস্টে রোমাঞ্চের অপেক্ষা বাড়িয়েছে বৃষ্টি। ৩০১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থদিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২২৬ রান। শেষদিনে আজ স্বাগতিকদের প্রয়োজন আরও ৭৫ রান, সফরকারী ইংলিশদের চাই ৩ উইকেট। সিরিজে টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে এই ম্যাচে জিততেই হবে। অপরাজিত ২৭ রানে তাদের আশার সলতে জ্বালিয়ে রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা। তার সঙ্গী হবেন সিস্পিনিং-অলরাউন্ডার আকিলা দনাঞ্জয়া। বৃষ্টিতে ভ্যাপসা হয়ে ওঠা কন্ডিশনে সকালে এ দু’জন জেমস এ্যান্ডারসনদের পেস আক্রমণ কিভাবে সামলান, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। রুদ্ধশ্বাস নাটকীয়তা, নাকি বৃষ্টিই খেলবে শেষ খেলা? দেখার অপেক্ষায় ক্যান্ডি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৩৩৬ রানে, ইংল্যান্ড ২৯০ ও ৩৪৬। ৯ উইকেটে ৩২৪ রান নিয়ে শনিবার চতুর্থদিন শুরু করা ইংল্যান্ড অলআউট হওয়ার আগে মাত্র ৪.৪ ওভারে মূল্যবান ২২ রান যোগ করে। আগের টেস্টে অভিষেকেই জয়ের নায়ক বেন ফোকস এবারও খেলেছেন চমৎকার এক ইনিংস। ১১৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১৩ বলে ১২ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন এ্যান্ডারসন। ঠিক ৩০০ রানের চ্যালেঞ্জিং লিড পায় ইংলিশরা। ও হ্যাঁ, অধিনায়ক রুটের (১২৪) সেঞ্চুরি রাখে বড় অবদান। চতুর্থ ইনিংসে তিন শ’ রান করে টেস্ট জেতা সবসময় কঠিন। যেহেতু হাতে পুরো দুইদিন সময় ছিল আর হেরে গেলে সিরিজও শেষ হয়ে যাবে তাই লঙ্কানদের সামনে ছিল কঠিন সংগ্রাম। সেখানে শুরুতেই বড় রকমের ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে সুরাঙ্গা লাকমলের দল। এই তিনটি উইকেটই নেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। কঠিন বিপদে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার দিমুথ করুনারতেœ। মিডলঅর্ডারে এ্যাঞ্জেলো ম্যাথুসও দাঁড়িয়ে যান। চতুর্থ উইকেট জুটিতে ৭৭ রানের দারুণ জুটি গড়ে শ্রীলঙ্কাকে রেসে ফেরান অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। ৫৭ রানের সংগ্রামী ইনিংস খেলে লেগস্পিনার আদিল রশিদের শিকারে পরিণত হন করুনারতেœ। পঞ্চম উইকেটে ম্যাথুস-রোশেন সিলভা যোগ করেন ৭৩ রান, ষষ্ঠ উইকেট ম্যাথুস-দিকওয়েলা ৪৫। ইনিংসে সর্বোচ্চ ৮৮ রান করে আউট হন সাবেক অধিনায়ক ম্যাথুস। রোশেন ফেরেন ব্যক্তিগত ৩৭ রানে। ইংলিশদের হয়ে দুই স্পিনার লিচ ৪ ও মঈন নিয়েছেন ২ উইকেট। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ২৯০/১০ (৭৫.৪ ওভার; বার্নস ৪৩, জেনিংস ১, স্টোকস ১৯, রুট ১৪, বাটলার ৬৩, মঈন ১০, ফোকস ১৯, কুরান ৬৪, রশিদ ৩১, লিচ ৭, এ্যান্ডারসন ৭*; লাকমল ১/৪৪, দিলরুয়ান ৪/৬১, পুষ্পকুমারা ৩/৮৯, ধনঞ্জয়া ০/৪, দনঞ্জয়া ২/৮০) ও দ্বিতীয় ইনিংস ॥ ৩৪৬/১০ (৮০.৪ ওভার; লিচ ১, বার্নস ৫৯, জেনিংস ২৬, রুট ১২৪, স্টোকস ০, বাটলার ৩৪, মঈন ১০, ফোকস ৬৫*, কুরান ০, রশিদ ২, এ্যান্ডারসন ১২; দিলরুয়ান ৩/৯৬, পুষ্পকুমারা ১/১০১, দনঞ্জয়া ৬/১১৫)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ৩৩৬/১০ (১০৩ ওভার; করুনারতেœ ৬৩, পুষ্পকুমারা ৪, ধনঞ্জয়া ৫৯, কুসল মেন্ডিস ১, ম্যাথুস ২০, রোশেন ৮৫, দিকওয়েলা ২৬, দিলরুয়ান ১৫, দনঞ্জয়া ৩১, লাকমল ১৫*; লিচ ৩/৭০, মঈন ২/৮৫, রশিদ ৩/৭৬, রুট ১/২৬, স্টোকস ০/৯) ও দ্বিতীয় ইনিংস ॥ ২২৬/৭ (৬৫.২ ওভার; করুনারতেœ ৫৭, কৌশল সিলভা ৪, ধনঞ্জয়া সিলভা ১, কুশল মেন্ডিস ১, ম্যাথুস ৮৮, রোশেন ৩৭, দিকওয়েলা ২৭*; লিচ ৪/৭৩, মঈন ২/৬৫, রশিদ ১/৫২)। ** চতুর্থদিন শেষে
×