ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার জয়

প্রকাশিত: ০৭:০৭, ১৮ নভেম্বর ২০১৮

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। শুক্রবার রাতে ইংল্যান্ডে ব্রাজিল নেইমারের একমাত্র গোলে পরাজিত করেছে শক্তিশালী উরুগুয়েকে। আরেক ম্যাচে মেসি-এ্যাগুয়েরোবিহীন আর্জেন্টিনা ২-০ ব্যবধানে পরাজিত করেছে মেক্সিকোকে। লাতিন আমেরিকার অন্যতম সেরা দুই দল ব্রাজিল আর উরুগুয়ে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার দিবাগত রাতে ইংলিশ ক্লাব আর্সেনালের মাঠ এমিরেটসে একে অপরের মুখোমুখি হয় তারা। প্রীতি ম্যাচে দুইদলই নিজেদের সেরাটা দিয়ে খেলতে শুরু করে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। অবশেষে দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত। পেনাল্টির সৌজন্যে গোল করে সেলেসাওদের প্রথম এগিয়ে দেন দলের সেরা তারকা নেইমার। পরের সময়টাতে আর কোন দল গোল করতে পারেনি। যে কারণে নেইমারের করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল। শক্তিশালী স্কোয়াড নিয়েই এদিন মাঠে নামে দল দুটি। তবে এই ম্যাচে সুয়ারেজ-কাভানিরা ছয়টি হলুদ কার্ডের দেখা পায়। এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়দের কি পরিমাণ ফাউল করার চেষ্টা করেছেন অস্কার তাবারেজের শিষ্যরা। উরুগুয়ে একমাত্র গোলটিও হজম করে ফাউলের কারণে। নিজেদের ডি বক্সে ফাউল করে বসেন বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর সেই পেনাল্টির কারণেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় উরুগুয়ের। কাভানি-সুয়ারেজদের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে এদিন ক্যারিয়ারের ৬০তম গোলটি করেন নেইমার। ৯৫ ম্যাচ থেকে এই গোল করেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার। এই সময়ে সতীর্থদের দিয়ে আরও ৪১ গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক বার্সিলোনা এবং সান্তোস ফরোয়ার্ড। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোর চেয়ে আর মাত্র দুই গোল পিছিয়ে রয়েছেন নেইমার। সেলেসাওদের হয়ে রোনাল্ডোর গোলসংখ্যা ৬২। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখনও পেলে। ৭৭ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতার শীর্ষে অবস্থান করছেন পেলে। আর মাত্র ১৭ গোল করলেই কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলবেন ২৬ বছর বয়সী নেইমার। এদিকে রাশিয়া বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসি আর খেলছেন না আর্জেন্টিনার হয়ে। কবে ফিরবেন সে বিষয়েও নিশ্চিত কিছু বলতে পারছেন না কেউ। শুক্রবার মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন না সার্জিও এ্যাগুয়েরো এবং গঞ্জালো হিগুয়াইনের মতো দুই তারকাও। তারপরও জয় পেতে কোন সমস্যা হয়নি আর্জেন্টিনার। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এদিন ২-০ গোলে পরাজিত করেছে শক্তিশালী মেক্সিকোকে। ইস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন রামিরো ফুনেস মোরি। ম্যাচের প্রথমার্ধের ৪৪ মিনিটে তার করা গোলেই প্রথম এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সবধরনের চেষ্টা করে মেক্সিকো। কিন্তু কোন গোলের দেখা পায়নি তারা; বরং রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর সাত মিনিট আগে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মেক্সিকোর ইসাক ব্রিজুয়েলা। এই আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা। দুর্ভাগ্য পাওলো দিবালা ও মাউরো ইকার্দির। দলের তারকা স্ট্রাইকারদের অনুপস্থিতিতে এদিন গোল করার সুযোগ ছিল তাদের। কিন্তু জুভেন্টাস ও ইন্টার মিলানের দুই তারকা ফুটবলার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। যদিওবা আর্জেন্টিনার প্রথম গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাওলো দিবালা। রাশিয়া বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করেছিল আর্জেন্টিনা। এরপরই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় স্কালোনিকে। কোচ হিসেবে পাঁচ ম্যাচে প্রতিনিধিত্ব করা স্কালোনির এটা তৃতীয় জয়। আগামী ২১ নবেম্বর আবারও মেক্সিকোর মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার অন্যান্য প্রীতি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইকুয়েডর এবং সৌদি আরব। ইকুয়েডর ২-০ গোলে পরাজিত করে পেরুকে। সৌদি আরব ১-০ গোলে জয় পায় ইয়েমেনের বিপক্ষে। তবে জাপান-ভেনিজুয়েলার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং বলিভিয়ার ম্যাচটিও গোলশূন্য ড্র হয়।
×