ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ নভেম্বর ২০১৮

শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৭ নবেম্বর ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ মাসব্যাপী উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত বিশাল মঞ্চে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ওই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই কাজ করছেন না, তিনি ২১০০ সালে বাংলাদেশ কোথায় যাবে সে লক্ষ্যও স্থির করেছেন। তিনি বলেন যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও তথ্যপ্রযুক্তিসহ উন্নয়নের যত ক্ষেত্র রয়েছে তার সকল ক্ষেত্রে দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে সরকার। তিনি শেরপুরে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেললাইনসহ ফোরলেন সড়ক যোগাযোগ দাবি পূরণ না হওয়ার বিষয়ে বিভিন্ন বক্তার বক্তব্যের জবাবে বলেন, শেরপুর হয়ে সীমান্তপথে রেললাইন স্থাপনসহ ময়মনসিংহ-শেরপুর সড়ক ফোরলেনের আদলে ৩৬ ফুট প্রশস্তকরণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শেরপুরেও মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, উন্নয়ন কাজগুলো সবাই মিলেই করতে হয়। তবে তার পরিকল্পনা জনপ্রতিনিধিরাই করে থাকেন। তাই বড় ধরনের সমস্যাগুলো সমাধানে জনপ্রতিনিধিদেরই লেগে থাকতে হবে। তাদেরই গুছিয়ে দিতে হবে। আর আমরা সরকারের কর্মচারী হিসেবে সেগুলো এগিয়ে নেব, দ্রুত ভালভাবে শেষ করব। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, নৌপরিবহন সচিব আব্দুস সামাদ, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমেদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) মোঃ মাহবুব হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, এলজিইডির ইউজিআইআইপি-৩’র প্রকল্প পরিচালক একেএম রেজাউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান শহীদুল ইসলাম প্রমুখ।
×