ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীদের অধিক মনোনয়ন দেয়ার দাবি

প্রকাশিত: ০৬:৫১, ১৮ নভেম্বর ২০১৮

নারীদের অধিক মনোনয়ন দেয়ার দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নারীর ক্ষমতায়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অধিক মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনউদ্যোগ, খুলনা ও হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুতপা বেদজ্ঞের সভাপতিত্বে জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, সিপিবি মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাবুল হাওলাদার, জেলা কমিটির নেতা মিজানুর রহমান বাবু, খুলনা পোল্ট্রি ফিশ ফীড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আরা হিরা, সাব্বির খান, নান্দিক একাডেমীর পরিচালক জেসমিন জামান, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন, আমরা খুলনাবাসীর ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির খান, প্রশিকার বাকের আহমেদ, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহাবুবুল হক বাদশা, সেফের দীপক কুমার দে, খাদিজা কবীর তুলি, স্বপ্নম সাবা প্রমুখ।
×