ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ০৬:৫১, ১৮ নভেম্বর ২০১৮

পঞ্চগড়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা ॥ স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দেবীগঞ্জে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে। নিহত গৃহবধূর নাম ইনুরা বেগম (৩৮)। স্বামীর নাম- আবুল কালাম। শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের কলেজপাড়ায় গৃহবধূর বাবার বাড়িতে নৃশংস এই হত্যাকা-টি ঘটে। ঘটনার পর পরই গৃহবধূর স্বামী আবুল কালাম পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, প্রায় ২৫ বছর আগে দেবীগঞ্জ এলাকার ইনতাজ আলীর মেয়ে ইনুরা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী নীলফামারী জেলা সদরের ধোবাডাঙ্গা এলাকার ফরহাদ মুন্সীর ছেলে আবুল কালামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আবুল কালাম দেবীগঞ্জ উপজেলা সদরের নতুনবন্দর এলাকায় তার শ^শুরবাড়ির কাছেই বাড়ি করে বসবাস করে আসছে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে আবুল কালাম ও তার স্ত্রী ইনুরা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিশও হয়। এই কলহের জেরে গত এক মাস আগে আবুল কালাম ইনুরাকে মারধর করলে সে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যায়। তারপর থেকে সেখানেই অবস্থান করছিল। শনিবার দুপুরে হঠাৎ আবুল কালাম তার শ^শুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যায় কালাম। শিমুলিয়া ঘাটে বৃদ্ধের লাশ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজংয়ের অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শিমুলিয়া ২ নং ফেরিঘাট থাকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার সকালে লাশটি উদ্ধার করে লৌহজং থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।
×