ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাবির ৬ একাডেমিক ভবনের নাম পরিবর্তন

প্রকাশিত: ০৬:৫১, ১৮ নভেম্বর ২০১৮

রাবির ৬ একাডেমিক ভবনের নাম পরিবর্তন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়টি একাডেমিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের ছয়জন বিশিষ্ট ব্যক্তির নামানুসারে এসব ভবনের নামকরণ করা হবে। রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোঃ জাকারিয়ার নেতৃত্বাধীন একটি কমিটি বিশ্ববিদ্যালয়ের চারটি বিজ্ঞান ভবন, চারুকলা ভবন এবং কৃষি ভবনের নামের পরিবর্তনের জন্য প্রশাসনকে প্রস্তাব দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা যায়, বিশিষ্ট গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বোসের নামে প্রথম বিজ্ঞান ভবন, বিখ্যাত রসায়নবিদ মুহাম্মদ কুদরত-ই-খুদার নামে দ্বিতীয় বিজ্ঞান ভবন, স্যার জগদীশ চন্দ্র বসুর নামে তৃতীয় বিজ্ঞান ভবন, বিশিষ্ট গণিতবিদ পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামে চতুর্থ বিজ্ঞান ভবনের নামকরণ করার প্রস্তাব দিয়েছে কমিটি। এদিকে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী অধ্যাপক মাকসুদুল আলমের নামে কৃষি অনুষদ ভবন ও বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে চারুকলা ভবনের নামকরণের প্রস্তাবও করেছে কমিটি।
×