ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লায়ন এয়ার বিমান দুর্ঘটনা ॥ বোয়িংয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ নভেম্বর ২০১৮

লায়ন এয়ার বিমান দুর্ঘটনা ॥ বোয়িংয়ের বিরুদ্ধে মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের এক যাত্রীর বাবা উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছেন। গত ২৯ অক্টোবর জাকার্তার অদূরে জাভা সাগরের উপর লায়ন এয়ারের ফ্লাইট-৬১০ বিধ্বস্ত হয়ে ১৮৯ আরোহীর সবাই নিহত হন। -খবর ওয়েবসাইট জাকার্তা থেকে পাংকাল পিনাংয়ে রওয়ানা হওয়া বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটির দুর্ভাগা যাত্রীদের একজন ছিলেন রিও নান্দো প্রতামা। পেশায় চিকিৎসক রিও নান্দো জাকার্তায় একটি সেমিনার শেষ করে বাড়ি ফিরছিলেন। গত ১১ নবেম্বর ছিল তার বিয়ের দিন। দীর্ঘদিনের প্রেমিকা ইন্তান সায়ারিকে ওইদিন তার স্ত্রী রূপে গ্রহণ করার কথা ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের ইলিনয়ের কুক কাউন্টি সার্কিটকোর্টে বোয়িং কোম্পানির বিরুদ্ধে মামলা করেন রিও নান্দোর বাবা। তার অভিযোগ, কোম্পানিটি তাদের তৈরি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ‘অনিরাপদ নক্সা’ সম্পর্কে লায়ন এয়ার কর্তৃপক্ষ বা পাইলটদের কিছু জানায়নি।
×