ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বস্ত্রখাতের ৬৪ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৬:৪০, ১৮ নভেম্বর ২০১৮

বস্ত্রখাতের ৬৪ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত জুনে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলো তাদের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ’১৮) প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সমাপ্ত প্রথম প্রান্তিকে বস্ত্রখাতের অধিকাংশ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, বাজারে বস্ত্রখাতে তালিকাভুক্ত ৫৩টি কোম্পানি আছে। এর মধ্যে সর্বশেষ ৪৭টি কোম্পানি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া বাকি ৭টি প্রতিষ্ঠান প্রথম প্রান্তিক প্রকাশ করবে। কোম্পানিগুলোর প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা দেখা গেছে, বস্ত্রখাতের ৩০টি কোম্পানির ইপিএস বেড়েছে, কমেছে ৯টি এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির আয়। তবে বছরের ব্যবধানে লোকসানের কবলে পড়েছে ৬ কোম্পানি। অর্থাৎ ৬৪ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে। যেসব কোম্পানির আয় বেড়েছে সেগুলোর শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফট। কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০১৮ সমাপ্ত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৮৪ পয়সা, আগের বছর একই সময়ে তা ছিল ৫ টাকা ৬৮ পয়সা। অর্থৎ বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৪ টাকা ১৬ পয়সা। এছাড়া যেসব কোম্পানির আয় বেড়েছে সেগুলো হচ্ছে- আমান কটন, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানু. কোম্পানি, ডেল্টা স্পিনার্স, ড্রাগন সোয়েটার, এনভয় টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, জেনারেশন নেক্সট, এইচআর টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মতিন স্পিনিং, মেট্রো স্পিনিং, এমএল ডাইং, নূরানী ডাইং, পেসিফিক ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, রহিম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, আরএন স্পিনিং, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, শাশা ডেনিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স, স্কয়ার টেক্সটাইল, ভিএসএফ থ্রেড। তবে প্রাইম টেক্সটাইলের ইপিএস অপরিবর্তিত রয়েছে। গেল সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ২৭ পয়সা। যেসব কোম্পানির ইপিএস কমছে সেগুলো হচ্ছে- আরগন ডেনিম, দেশ গার্মেন্টস, ফারইস্ট নিটিং, হামিদ ফেব্রিক্স, আরএন স্পিনিং, সাফকো স্পিনিং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল। এদিকে, বস্ত্রখাতের ৬ কোম্পানি লোকসানের কবলে পড়েছে। সেগুলো হচ্ছে- আলহাজ টেক্সটাইল, অলটেক্স, আনলিমা ইয়ার্ন, দুলামিয়া কটন, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, সোনারগাঁও টেক্সটাইল।
×