ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিকিউ বলপেনের এজিএমের তারিখ পরিবর্তন

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ নভেম্বর ২০১৮

জিকিউ বলপেনের এজিএমের তারিখ পরিবর্তন

অর্থনৈতিক রিপোর্টার ॥ জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর বড় মগবাজারের জিকিউ ভবনে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি জাতীয় সংসদ নির্বাচনের কারণে এজিএমের তারিখ পরিবর্তন করেছে। এর আগে ৩০ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল এ কোম্পানি। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আনুসারে, এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১২ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪৯ টাকা ৬১ পয়সায়। হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৩২ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ দেয় কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০১৭ কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৬০ টাকা ২ পয়সায়। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় জিকিউ বলপেন। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ১৬ পয়সা। এর আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ দর ১ দশমিক ১৬ শতাংশ বা ৮০ পয়সা কমে দাঁড়ায় ৬৮ টাকা ৩০ পয়সায়। দিনভর দর ৬৬ টাকা ১০ পয়সা থেকে ৬৯ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৬৮ টাকা ৫০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৯ টাকা ১০ পয়সা। এদিন ১৫৮ বারে কোম্পানিটির মোট ৩৬ হাজার ৬৭৮টি শেয়ারের লেনদেন হয়।
×