ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ফিরেছে ৩ লাখ শরণার্থী

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ নভেম্বর ২০১৮

সিরিয়ায় ফিরেছে ৩ লাখ শরণার্থী

সিরিয়ায় শরণার্থীদের ফিরে আসার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। গত কয়েক মাসে দুই লাখ ৭০ হাজার শরণার্থী ফিরে এসেছেন বলে রুশ সেনাবাহিনী জানিয়েছে। গত কয়েক সপ্তাহেই প্রায় ছয় হাজার সিরীয় নিজ দেশে ফিরে এসেছেন। শীঘ্রই আরও বিপুল সংখ্যক শরণার্থী সিরিয়ায় ফিরবেন। সিরীয় সরকার বলেছে, দেশে সহিংসতা কমে গেছে। কাজেই সবারই নিজ দেশে ফিরে আসা উচিত- ইয়াহু নিউজ পাইপলাইন ঠেকাতে প্রতিশ্রুতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত মস্কোর পরিকল্পিত নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন ঠেকাতে শুক্রবার ইউক্রেনকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বিশাল এই প্রকল্প ইউরোপের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। পম্পেও বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের’ বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের দেশের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল বন্ধু আর কেউ নেই। ওয়াশিংটনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন- এএফপি
×