ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাবেসিতে ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ নভেম্বর ২০১৮

ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাবেসিতে ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার ওয়েস্ট সুলাবেসি প্রদেশের মামাসা এলাকায় ভূমিধস ও ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছে এবং ৮ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে ওঠছে। দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা শনিবার এ কথা বলেছেন। খবর সিনহুয়া অনলাইনের। জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পুর্নবাসন ও পুনর্গঠন ইউনিটের প্রধান পাসামবোয়ান পাংলোলি জিনহুয়াবে ফোনে বলেছেন, উদ্ধার কাজের সময় ৭ জনের প্রাণহানি হয়েছে। তিনি বলেন, এলাকায় অন্তত ৮টি বাড়িতে ভূমিধসে চাপা পড়েছে। পাংলোলি বলেন, ৮ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে ওঠেছে। ইরান সফরে ইরাকের প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরান সফরে এসেছেন। শনিবার সকালে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রী রেজা রাহমানি ইরাকের প্রেসিডেন্টকে স্বাগত জানান। খবর ওয়েবসাইট। পরে তেহরানের সা’দাবাদ প্রাসাদে প্রেসিডেন্ট হাসান রুহানি ইরাকী প্রেসিডেন্ট বারহাম সালিহকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। ইরাকের প্রেসিডেন্টের দু’দিনের ইরান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দু’দেশের কর্মকর্তারা আলোচনা ও মতবিনিময় করবেন।
×