ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২ যুবলীগ কর্মী আটক

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে জবাই

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ নভেম্বর ২০১৮

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে জবাই

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৭ নবেম্বর ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে নজরুল ইসলাম (৫৫) নামক এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে জবাই করে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। নিহত নজরুল ইসলাম উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর গ্রামের সাখিন আলী সরদারের ছেলে। এ ঘটনায় পুলিশ স্থানীয় যুবলীগের দু’জনকে আটক করেছে। জানা গেছে, চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম শুক্রবার রাতে ছেলে নাজমুল ইসলামকে (১৯) সঙ্গে নিয়ে চাঁপাপুর বাজারে যায়। প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়ে পড়ে আসছি বলে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু যথা সময়ে বাড়িতে না ফেরায় পরিবার পরিজন গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করে। কিন্তু সন্ধান মেলেনি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতের আইলে নজরুলের জবাই করা লাশ দেখতে পায় কৃষকেরা। পরে তারা নজরুলের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম মাদক ব্যবসা ছাড়াও খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ ব্যবসাও করত। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক সংক্রান্ত দুই মামলা রয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসার বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ দাবি করেছে সে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। দিন পনেরো আগে সে মাদক মামলায় জামিনে বের হয়ে আসে। এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে। এরা হলো চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং ইউনিয়ন যুবলীগ কর্মী রবিউল ইসলাম। মামলা দায়ের হয়নি। তবে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর রহমান।
×