ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেন্ডির সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০৭:১৭, ১৭ নভেম্বর ২০১৮

 মেন্ডির সফল অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে ম্যানচেস্টার সিটি। কিন্তু দুর্ভাগ্য ক্লাবটির ফরাসী তারকা বেঞ্জামিন মেন্ডির। গত মৌসুমে সাত মাস যে মাঠের বাইরে ছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুলব্যাক। সেবার ডান হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন ২৪ বছরের এই ফুটবলার। তবে নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে নিয়মিতই খেলছিলেন মেন্ডি। ইতোমধ্যেই সিটিজেনদের হয়ে ১২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই বাঁ হাঁটুর ইনজুরিতে পড়েন এবার। যে কারণে ফরাসী শিবিরেও যোগ দিতে পারেননি তিনি। এই সময়ে তিনি বার্সিলোনায় গিয়ে হাঁটুর সার্জারি করান ম্যানচেস্টার সিটির এ ফ্রেঞ্চম্যান। বৃহস্পতিবার এ বিষয়ে একটি টুইট বার্তায় নিজের বর্তমান অবস্থাও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে মজা করেই বেঞ্জামিন মেন্ডি লিখেছেন, ‘অন্য হাঁটু হিংসায় জ্বলছিল, শেষ পর্যন্ত সেটাতেও সফল অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে সবকিছুই ভাল। খুব দ্রæতই ফিরছি আবার।’ ইংলিশ প্রিমিয়ার লীগে এবারও দুর্দান্ত গতিতে ছুটছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ১২ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
×