ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৭:০২, ১৭ নভেম্বর ২০১৮

 বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৬ নবেম্বর ॥ ভালুকা উপজেলার হালিমুননেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার (১৩)। সে উপজেলার ধামশুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। জানা যায়, শুক্রবার ওই শিক্ষার্থীর বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। পরে বিদ্যালয় এলাকার লোকমুখে খবর পেয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে যান স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা। পরে মেয়েটির মা-বাবাকে বিয়ে দেয়ার কারণ জিজ্ঞেস করলে একপর্যায়ে লেখাপড়া করার খরচ বহন করতে কষ্ট হচ্ছে বলে বিয়ে দিয়ে দিচ্ছে জানান। পরে ওই শিক্ষিকা মেয়েটির পড়াশোনাসহ সকল খরচ বহন করবে বলে কথা দেন।
×