ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ নিহত তিন

প্রকাশিত: ০৭:০১, ১৭ নভেম্বর ২০১৮

 নরসিংদীতে আধিপত্য  নিয়ে সংঘর্ষ ॥ নিহত তিন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তোফায়েল হোসেন (১৮) নামে এক যুবকসহ তিনজন নিহত এবং টেটা ও গুলিবিদ্ধ হয়ে ৬০ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাঁশগাড়ি গ্রামে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ও নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে থেমে থেমে চলা সংঘর্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাঁশগাড়ি গ্রামের সাহেদ সরকার গ্রুপ ও সিরাজুল ইসলাম গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ, মামলা পাল্টা মামলার ঘটনা ঘটে আসছে। এরই জের হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, বন্দুক ও টেটাযুদ্ধ সংঘটিত হয়। এতে বাঁশগাড়ি গ্রামের আব্দুল্লাহ ফকিরের পুত্র তোফায়েল হোসেন (১৮) মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে বাঁশগাড়ি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অপরদিকে নিলক্ষা ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহরাব (৩০) ও স্বপন মিয়া (২৫) নিহত হয়। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বীরগাঁও গ্রামের ওসমান মিয়ার ছেলে সোহরাব ও গোপিনাথপুর গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে স্বপন মিয়া নিহত এবং ৫০ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
×