ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী পোস্টার সরাচ্ছে সিটি কর্পোরেশন

প্রকাশিত: ০৬:৫৫, ১৭ নভেম্বর ২০১৮

 চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী পোস্টার সরাচ্ছে সিটি কর্পোরেশন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম মহানগরে নির্বাচনের আগাম প্রচারে পোস্টার, ব্যানার সরিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে নগরীর ওয়াসার মোড়, জিইসি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এতে নগরীর বিভিন্ন স্থাপনার ওপর লাগানো আগাম প্রচার পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এ অভিযান চালানো হয় বলে জানান তারা। প্রথম দফা ১৪ নবেম্বরের মধ্য সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পরে এই সময় ১৮ নবেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
×