ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বইয়ের ফেরিওয়ালা মামুন

প্রকাশিত: ০৬:৫০, ১৭ নভেম্বর ২০১৮

 বইয়ের  ফেরিওয়ালা  মামুন

বর্তমান প্রজন্ম পাঠ্য বইয়ের বাইরে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা সারাক্ষণ মোবাইলফোন কিংবা অন্য কোন প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকে। এ ধারণা অনেকটা মিথ্যে প্রমাণ করে অবিরাম বই বিক্রি করে চলছেন আবদুল্লাহ মোহাম্মদ মামুন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাটবাজার সর্বত্র তিনি ফেরি করে বেড়ান নানান ধরনের বই। শুধু এখনই নয়, সাতাশ বছর ধরে চলছে তার বই বিক্রি। শিশু-কিশোর থেকে বিভিন্ন বয়সের মানুষ তার বইয়ের ক্রেতা। আর বই শুধু তার কাছে নিছক কোন পণ্য নয়, এটি জ্ঞানের আলো ছড়ানোরও মাধ্যম। এর পাশাপাশি এ দিয়ে কেবল তার সংসার চলছে, তাই নয়। তিনি তার তিন ছেলেমেয়েকে শিক্ষিতও করে তুলেছেন। খেয়ে পরে আছেন ভালই। আবদুল্লাহ মোহাম্মদ মামুন নামের এ মানুষটির বয়স ৬০ বছর। দুই হাত আর কাঁধে বইয়ের বোঝা নিয়ে এলাকার নানা প্রান্ত ঘুরে বেড়ান গত সাতাশ বছর ধরে। কি নেই তার বইয়ের তালিকায়? আদর্শলিপি থেকে শুরু করে গল্প, কবিতা, উপন্যাস, ছড়া! সবই আছে তার কাছে। এমনকি মোবাইলফোনে মেসেজ কিভাবে লিখতে হবে, তার নির্দেশাবলীর বইও আছে। বইয়ের ক্রেতাদের বড় অংশ স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রী। নিয়মিত খদ্দের কিংবা পাঠকের তালিকায় অন্যান্য বয়সের মানুষের সংখ্যাও নিহায়ত কম নয়। তবে মামুন বলেন, রঙিন আদর্শলিপি বেশি বিক্রি হয়। অভিভাবকরা শখ করে এটি শিশুদের হাতে তুলে দেন। বইয়ের মাধ্যমে জ্ঞানের আলো ছড়ানো মামুনের জীবন যেন বাঁধানো বইয়ের মতো অনেকটাই ছকে বাঁধা। -শংকর লাল দাশ, গলাচিপা থেকে
×