ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৃত বেড়ে ৬৬

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিখোঁজ ৬৩১

প্রকাশিত: ০৬:৪৭, ১৭ নভেম্বর ২০১৮

 ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিখোঁজ ৬৩১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজের সংখ্যাও ৬০০ ছাড়িয়ে গেছে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে এখন কয়েকটি দাবানল সক্রিয়। এর মধ্যে কেবল ‘ক্যাম্প ফায়ার’ অগ্নিকান্ডেই ৬৩ জন নিহত হয়েছেন। খবর বিবিসির। আট দিন আগে শুরু হওয়া এ দাবানলে এরই মধ্যে প্রায় ১২ হাজার ভবনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। দক্ষিণের ‘উলসি ফায়ারে’ মারা গেছেন তিন জন। বুটে কাউন্টির শেরিফ কোরে হোনিয়া জানান, দাবানলের কারণে সৃষ্ট ভয়াবহ মাত্রার বিশৃঙ্খলা মোকাবেলায় দমকলকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। যে কারণে নিখোঁজের সত্যিকার তথ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না। এর মধ্যেও অন্তত ৬৩১ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না, জানান কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি পরিদর্শন ও আক্রান্তদের সঙ্গে কথা বলতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে প্রায় সাড়ে নয় হাজার অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন।
×