ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইতালিতে লিবীয় বৈঠকে প্রতিনিধিদের মধ্যে তীব্র মতবিরোধ

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ নভেম্বর ২০১৮

 ইতালিতে লিবীয় বৈঠকে প্রতিনিধিদের মধ্যে  তীব্র মতবিরোধ

এ সপ্তাহে ইতালিতে লিবিয়া বৈঠকে বড় উদ্যোক্তা দেশগুলোর মধ্যে বিভক্তি প্রকটভাবে প্রকাশ পেয়েছে এবং এ বিভক্তি দেশটির চলমান সঙ্কট সমাধান প্রচেষ্টায় হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশ্লেষকরা এ কথা বলেছেন। খবর এএফপির। সিসিলির রাজধানী পালেরমোতে দু’দিনের এ বৈঠকে কয়েক প্রতিনিধি পাশাপাশি বসতে অস্বীকৃতি প্রকাশ করেছেন। অন্যদিকে আলোচনার ফাঁকে এক বৈঠকে কিছুটা কূটনৈতিক বিরোধের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সঙ্কট গ্রুপের এক লিবীয় বিশ্লেষক ক্লদিয়া গাজ্জিনি বলেছেন, পালেরমো সম্মেলনে উপস্থিত চার লিবীয় প্রতিনিধির মধ্যে যে মনোভাব দেখা গেছে তাতে এখনও ব্যাপক অনৈক্য রয়েছে বলে বোঝা গেছে। লিবীয় লৌহমানব খলিফা হাফতারকে রূঢ় আচরণ করতে এবং মূল সম্মেলনের প্রতি তিরস্কার উচ্চারণ করতে দেখা গেছে। তিনি আন্তর্জাতিক নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। তার এ ধরনের তৎপরতা সম্মেলনে লিবীয় নেতাদের মুখে চড় হিসেবে বিবেচিত হয়েছে। হাফতার আলজিরিয়া, মিসর, তিউনিসিয়া, ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তার স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) নিয়ন্ত্রণে রয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল। এলএনএ’র মুখপাত্র আহমেদ আল-মেসমারি পালেরমো সম্মেলনে আসার জন্য তুরস্ক ও কাতারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তাদের প্রতিনিধিরা এসেছেন লিবিয়ায় তাদের সমর্থিত সন্ত্রাসী গ্রুপগুলোর স্বার্থ রক্ষার্থে। প্যারিস বৈঠকের পর অনুষ্ঠিত হলো পালেরমো সম্মেলন। প্যারিস বৈঠকে নেতাদের মধ্যে লিবিয়ায় ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল।
×