ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেকর্ড দামের চিত্রকর্ম

প্রকাশিত: ০৫:২০, ১৭ নভেম্বর ২০১৮

 রেকর্ড দামের চিত্রকর্ম

ব্রিটেনের প্রখ্যাত চিত্রশিল্পী ডেভিড হকনির একটি ছবি ৯ কোটি ডলারে বিক্রি হয়েছে। বর্তমানে জীবিত চিত্রশিল্পীদের মধ্যে এতদামে ছবি বিক্রির আর রেকর্ড নেই। নিউইয়র্কের প্রখ্যাত নিলাম হাউস ক্রিস্টি শুক্রবার ছবিটি নিলামে তোলে। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের পাদদেশে একটি সুইমিং পুল। এটির স্বচ্ছ পানিতে একজন লোক উপুর হয়ে সাঁতার কাটছে। আর সুইমিং পুলটির পাড়ে লালকোর্ট পরিহিত একজন দাঁড়িয়ে আছে। ছবিটি নিলামে তোলা হলে টেলিফোনে দুইজন ক্রেতা ১০ মিনিট ধরে দামাদামী করে। পরে ৯ কোটি ডলারে একজন কিনে নেয়। অবশ্য ছবিটির প্রকৃত ক্রেতার নাম প্রকাশ করেনি ক্রিস্টি। ১৯৭২ সাল থেকে ছবি আঁকছেন হকনি। হকনিকে বর্তমান যুগের অন্যতম সেরা চিত্রশিল্পী আখ্যা দিয়েছে ক্রিস্টি কর্তৃপক্ষ। জীবনে বহু ছবি এঁকেছেন ডেভিড হকনি। সুইমিং পুলের এই ছবিটিকে তার সর্বশ্রেষ্ট কর্ম হিসেবে আখ্যা দেয়া হয়েছে। -বিবিসি অবলম্বনে।
×