ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাক ভাড়ার এ্যাপের অভিজ্ঞতা

প্রকাশিত: ০৪:৪০, ১৭ নভেম্বর ২০১৮

 ট্রাক ভাড়ার এ্যাপের অভিজ্ঞতা

আইটি ডটকম প্রতিবেদক ॥ গত এক বছরে পরিবহন খাতে বিস্ময় সৃষ্টি করেছে মোবাইল এ্যাপ। মোটরসাইকেল, গাড়ি থেকে শুরু করে ট্রাক ভাড়ার জন্যও মানুষ ব্যবহার করছে মোবাইল এ্যাপ। ট্রাক ভাড়ার এ্যাপ ট্রাক লাগবে (http://trucklag.be/jd1h) এর ব্যবহারকারীদের কাছে থেকে জানা যায় তাদের অভিজ্ঞতার কথা। ঢাকায় বসবাসরত মোঃ আশরাফুল আলম আমদানি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তার প্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্য পরিবহনের জন্য ‘ট্রাক লাগবে’ মোবাইল এ্যাপ ব্যবহার করেন। তার মতে ‘মোবাইল এ্যাপে ট্রাক ভাড়া করা একটি চমৎকার অভিজ্ঞতা। আমার প্রতি মাসেই চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনের জন্য একাধিক বড় কাভার্ডভ্যান ভাড়া করতে হয়। ট্রাক লাগবে মোবাইল এ্যাপে ট্রিপের তথ্য দিয়ে ট্রাক রিকয়েস্ট করলে সঙ্গে সঙ্গেই আগ্রহী ট্রাক পরিচালনাকারীদের নিকট হতে ট্রাক ভাড়ার নোটিফিকেশন আসতে শুরু করে। একাধিক প্রদত্ত ট্রাক ভাড়া হতে আমার পছন্দ অনুযায়ী ট্রাক মালিকের সঙ্গে কথা বলার সুযোগ পাই এবং তাদের মধ্য থেকে উপযুক্ত ট্রাক পরিচালনাকারীর সঙ্গে ট্রিপ চূড়ান্ত করি। প্রতিযোগিতামূলক বিডিং ব্যবস্থার ফলে আমি সবসময়ই বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যে ট্রাক ভাড়া করতে পারি। কোন ধরনের মধ্যস্বত্বভোগী না থাকায় আমি আগের চেয়ে কম খরচে ট্রাক ভাড়া করতে পারি। ট্রাক লাগবে অ্যাপের অন্য একজন ব্যবহারকারী জানান এ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করা সময় সাশ্রয়ী। আমি বাসা পরিবর্তনের জন্য ট্রাক লাগবে এ্যাপে একটি ছোট ট্রাক ভাড়ার জন্য ট্রিপ তৈরি করি। এক মিনিটেরও কম সময়ে আমার কাছে আগ্রহী ট্রাক মালিক ও ড্রাইভারদের কাছ থেকে বিড আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আমি সর্বনিম্ন দরদাতা ট্রাক পরিচালনাকারীর সঙ্গে ট্রিপ চূড়ান্ত করি। ট্রাক ভাড়া করার মতো একটি জটিল বিষয়কে সহজ করার জন্য ট্রাক লাগবে এ্যাপ নিঃসন্দেহে একটি উদ্ভাবনী উদ্যোগ। ট্রাক লাগবে মোবাইল এ্যাপে খুব অল্প সময়ে ট্রাক ভাড়া করা যায়। ট্রাক লাগবে এ্যাপে ট্রাক ভাড়া করার অভিজ্ঞতা প্রচলিত পদ্ধতি থেকে অন্যরকম। এতদিন ট্রাক ভাড়া করার জন্য অন্যের সহায়তা নিতে হতো। ট্রাক লাগবে এ্যাপে পণ্য প্রেরক সরাসরি ট্রাক পরিচালনাকারীর সঙ্গে যুক্ত হন। যার ফলে পণ্য পরিবহনের খরচ কমে যায়। তেজগাঁওতে অবস্থিত বাংলাদেশ লজিস্টিকসের কর্ণধার মোহাম্মদ আকরাম হোসেন প্রতি সপ্তাহেই ব্যবসায়িক প্রয়োজনে ট্রাক লাগবে মোবাইল এ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করে থাকেন। তিনি বলেন ‘সাধারণত আমি গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মাওনা থেকে বিভিন্ন জেলায় পণ্য বিপণনের জন্য কাভার্ডভ্যান ভাড়া করে থাকি। ট্রাক লাগবে এ্যাপে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ট্রাক ভাড়া করার সুবিধা পাচ্ছি। এখন আমার ব্যবসার নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত।’ ট্রাক লাগবে এ্যাপের নির্মাতারা জানান, ট্রাক লাগবে (http://trucklag.be/jd1h) মোবাইল এ্যাপ এ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার উপযোগী। গুগল প্লে স্টোরে ট্রাক লাগবে লিখে সার্চ করলে একটি লাল এবং একটি কালো রঙের এ্যাপ পাওয়া যায়। লাল এ্যাপটি পণ্য প্রেরকের জন্য এবং কালো এ্যাপটি ট্রাক পরিচালনাকারীর জন্য নির্মিত। ট্রাক লাগবে এ্যাপের আইফোন সংস্করণ নির্মাণ চলছে যা ২০১৮ সালের ডিসেম্বরে প্রকাশিত হবে।
×