ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দ্য আমেরিকান ড্রিম’

প্রকাশিত: ০৪:২৯, ১৭ নভেম্বর ২০১৮

 নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দ্য আমেরিকান  ড্রিম’

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক জসিম উদ্দিনের লেখা ‘দ্য আমেরিকান ড্রিম’ উপন্যাস অবলম্বনে ২১৬ সালে ‘দ্য আমেরিকান ড্রিম’ চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। সে সময় লেখক জসিম উদ্দিনের নিজের পরিচালনায় চলচ্চিত্রটির ৩০ শতাংশ শূটিংও সম্পন্ন হয়। এরপর হঠাৎ চলচ্চিত্রটি শূটিং বন্ধ হয়ে যায়। নির্মাতার অসুস্থতা ও আইনী কিছু জটিলতার কারণে চলচ্চিত্রের কাজ বন্ধ ছিল। এ চলচ্চিত্রের নির্মাতা এবার দেশে ফিরে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ গ্রহণ করেছেন। অতি শীঘ্রই ‘দ্য আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রের শূটিংয়ের কাজ আবার শুরু করবেন এমনটাই জানালেন এই নির্মাতা। নির্মাতা জসিম উদ্দিন বলেন, আমার নিজের লেখা উপন্যাস থেকে ‘দ্য আমেরিকান ড্রিম’ নির্মাণ করছি। শূটিং শুরুর পরে হঠাৎ আমি অসুস্ত হয়ে পরি। আমার পায়ের লিগামেন্ট ছিড়ে যায়। আমি যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই আমাকে চিকিৎসার জন্য ফিরতে হয় যুক্তরাষ্ট্রে। যে কারণে এতদিন চলচ্চিত্রের শূটিং বন্ধ ছিল। এছাড়া আমার বাংলাদেশ পরিচালক সমিতির সদস্য পদ ছিল না। দেশে ফিরে প্রথমে পরিচালক সমিতির সদস্য পদ গ্রহণ করেছি। এখন চলচ্চিত্রটি নির্মাণে আর কোন বাধা নেই। বলতে পারেন খুব শীঘ্রই এগিয়ে যাবে ‘দ্য আমেরিকান ড্রিম’। বাংলাদেশ ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে ‘দ্য আমেরিকান ড্রিম’। বাংলাদেশ থেকে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সীনসীনারী প্রডাকশন ও আমেরিকা থেকে প্রযোজনার দায়িত্বে রয়েছে বেল প্রডাকশন। ইংরেজী ও বাংলা ভাষায় চলচ্চিত্রটির শূটিং করা হচ্ছে। এতে অভিনয় করছেন সাইমন সাদিক ও আইরিন। এছাড়া আরও অভিনয় করছেন চিত্রনায়িকা সানজিদা তন্ময়, সূচনা আজাদসহ অনেকে। ‘দ্য আমেরিকান ড্রিম’ উপন্যাসটির ইংরেজী ভার্সন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অনলাইন কোম্পানি আমাজনে বিক্রি হচ্ছে।
×