ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণ

প্রকাশিত: ০৮:০২, ১৬ নভেম্বর ২০১৮

নতুন গবেষণ

নার্ভের গতি নিয়ন্ত্রণে হেডব্যান্ড মস্তিষ্কের তরঙ্গের পাশাপাশি হৃদস্পন্দনও শনাক্ত করতে পারে ‘মিউস’। এ জন্য একাধিক সেন্সরও রয়েছে হেডব্যান্ডটিতে। এ্যাপনিয়ন্ত্রিত ডিভাইসটি মস্তিষ্কের তরঙ্গ বুঝে মেডিটেশনের আদলে নার্ভের গতি নিয়ন্ত্রণ করতে পারে। কানাডার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইন্টার্যাকশন’-এর তৈরি ডিভাইসটির দাম ২৪৯ ডলার। অপরাধী শনাক্তে সেন্সর ব্যস্ত রাস্তা বা বিপণি বিতানে ঘুরে ঘুরে অপরাধী শনাক্ত করবে ‘এপিভিথ্রি’। কৃত্রিম বৃদ্ধিমত্তা ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি থাকায় আশপাশ দিয়ে হেঁটে যাওয়া অপরাধী চিনতে পারে রোবটটি। এতে রয়েছে সেন্সর প্রযুক্তি। সেফটি এ্যান্ড সিকিউরিটি বিষয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে দেখা মিলেছিল। সূত্র : ডেইলি মেইল
×