ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যানইউতে ফিরতে উদগ্রীব রুনি!

প্রকাশিত: ০৭:০১, ১৬ নভেম্বর ২০১৮

ম্যানইউতে ফিরতে উদগ্রীব রুনি!

স্পোর্টস রিপোর্টার ॥ ভাবা যায়, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ওয়েন রুনি। রেড ডেভিলস শিবিরে থেকেই নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। কিন্তু বয়সের কারণে প্রাণের ক্লাব ছাড়তে হয়েছে সাবেক ইংলিশ অধিনায়ককে। তবে সুযোগ পেলে প্রিয় এই ক্লাবে ফিরেই চূড়ান্ত অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েচেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। রুনি ২০০৪-’১৭ সালের মধ্যে ৫৫৯ ম্যাচে রেকর্ড ২৫৩ গোল করেছেন। গত বছর জুলাইয়ে সাবেক অধিনায়ক রুনি ইউনাইটেড ছেড়ে ছোটবেলার ক্লাব এভারটনে যোগ দেন। কোচ জোশে মরিনহোর অধীনে ইউনাইটেডের প্রথম দলে খেলতে ব্যর্থ হবার কারণেই তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত জুনে ইংল্যান্ড ছেড়ে তিনি এমএলএস’র ক্লাব ডিসি ইউনাইটেডে যোগ দেন। রুনি স্বীকার করেছেন কখনই ওল্ডট্র্যাফোর্ড ছাড়ার ইচ্ছা তার ছিল না। কিন্তু বারবার নিজের প্রত্যাশার ব্যাঘাত ঘটায় নতুন চ্যালেঞ্জ নিতেই তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। এ বিষয়ে রুনি বলেন, অবশ্যই আমি ক্লাবটিকে মিস করি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় ছিল। আমি সবসময়ই ম্যানইউর জন্য প্রার্থনা করি। দীর্ঘদিন এখানে থাকার পরও সঠিক সময়েই ক্লাব ছেড়ে গেছি। আমি এমন একজন খেলোয়াড় যে সবসময় খেলতে চায়, কিন্তু সেটাই ইউনাইটেডে হচ্ছিল না। রুনি আরও বলেন, এ বিষয়ে কোচের সঙ্গেও আমি কথা বলেছি। এরপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এ কারণেই আমি বিশ্বাস করি সঠিক সময়ই আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। অবশ্যই সেই ধরনের আদর্শ পরিস্থিতি হলে আমি থেকে যেতাম ও এখানে থেকেই ক্যারিয়ার শেষ করতাম। কিন্তু ফুটবলে অনেক কিছুই পরিবর্তন হয়। ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন বিষয় সামনে চলে আসে। তবে আমি এখান থেকে দারুণ সব স্মৃতি নিয়ে গেছি। যুক্তরাষ্ট্রে খেলার নতুন সুযোগটি হারাতে চাইনি। ম্যানচেস্টার ইউনাইটেডে আমার মুহূর্তগুলো কেটেছে, আবারও সুযোগ পেলে আমি এখানে ফিরে আসতে চাই।
×