ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধিনায়ক মাসাকাদজা

বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ইতিবাচক

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ নভেম্বর ২০১৮

বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ইতিবাচক

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি সফরকারী জিম্বাবুইয়ে। কিন্তু সেই দলটিই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়ে সবাইকে চমকে দেয়। দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজও জেতা সম্ভব হতো। তবে মিরপুর টেস্টের ৫ দিনই লড়াই করেছে তারা। এটিকে দলের সবার আত্মবিশ্বাস বাড়ানোর বিষয় হিসেবে দেখছেন জিম্বাবুইয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচশেষে তিনি দাবি করেন বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটাই দলের জন্য অনেক বড় ইতিবাচক ব্যাপার। সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়ে বিদেশের মাটিতে প্রথমবার জয়ের দেখা পায় জিম্বাবুইয়ে ১৭ বছর পর। এমনকি সিরিজ জয়ের মোক্ষম সুযোগ আসে দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেই। কিন্তু পঞ্চমদিনে এসে হেরেই গেছে তারা। ফলে সিরিজ হয়েছে ড্র। সিরিজ ড্র কি জয়ের মতোই তাদের জন্য? মাসাকাদজা বলেন, ‘আমি অন্য কিছুকেই জয় হিসেবে বিবেচনা করি না। কিন্তু ছেলেরা যে পারফর্মেন্স দেখিয়েছে তাতে আমি খুশি। তারা সত্যিই ভাল লড়েছে, এমনকি যে টেস্টের পুরোটা সময়ই আমরা পিছিয়ে ছিলাম সেটাতেও। আমি খুবই সন্তুষ্ট।’ মিরপুর টেস্টে ২১৮ রানের বড় ব্যবধানে হেরে গেলেও এর মধ্যে অনেক কিছুই ইতিবাচক দেখছেন তিনি। মাসাকাদজার অভিমত, ‘সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। এমন ধরনের লড়াইয়ে থাকলে সেটা অবশ্যই আপনাকে শক্ত করবে আর সেটা অন্য দলের জন্য ভাল হিসেবেই উপস্থাপিত হবে। এটাই সবচেয়ে বড় শিক্ষা এবং ইতিবাচক ব্যাপার আমাদের জন্য যে বিদেশের কন্ডিশনে এসেও আমরা কতটা করে দেখাতে পারি। আমরা এসে বাংলাদেশের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছি। সুতরাং এটা অনেক বড় ইতিবাচক ব্যাপার আমাদের জন্য।’ তাছাড়া দলের ব্যাটসম্যানরা রান পেয়েছে, নিজেও পেয়েছেন। আর পেসাররাও তাদের সক্ষমতা দেখিয়েছেন। মাসাকাদজা বলেন, ‘ক্রিকেট খেলায় আপনার শেখা কখনও থেমে থাকে না আর অধিনায়ক হিসেবে যখন ফিল্ডিং করবেন আপনার তখন অধিকাংশ শিক্ষাই হয়ে যায়। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, বিশেষ করে অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় যে বিষয়টি আমি নিয়ে যেতে পারছি সেটা হচ্ছে শিক্ষা।’
×