ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্চের আগে ম্যাচ নেই জাতীয় ফুটবল দলের

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ নভেম্বর ২০১৮

মার্চের আগে ম্যাচ নেই জাতীয় ফুটবল দলের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের মার্চের আগে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব চলাকালীন কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। এমনটাই জানিয়েছে বাফুফে। এদিকে এ সপ্তাহের মধ্যেই আসবে আবাহনীর বিপক্ষে ম্যাচে রেফারির ওপর চড়াও হওয়া আরামবাগ ক্লাবের শাস্তির ঘোষণা। এছাড়া একাদশ জাতীয় নির্বাচনের কর্মকা- চললেও ২৯ নবেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে তার কোন প্রভাব পড়বে না বলেও জানিয়েছে বাফুফে। সম্প্রতি টানা দুই টুর্নামেন্টে ব্যর্থ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারপরও এই দল নিয়েই দীর্ঘমেয়াদে কাজ করার পরিকল্পনা ছিল কোচ জেমি ডে’র। কিন্তু এ মাসে কোন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ না থাকায় আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই। আবারও জাতীয় দলের জার্সিতে তপু-সুফিলদের মাঠে নামতে অপেক্ষা করতে হবে লম্বা সময়। মাঝে সম্ভাবনা ছিল ফেব্রুয়ারিতে কিছু ম্যাচ খেলার। কিন্তু সেটাও পিছিয়ে যাচ্ছে। যা নিশ্চিত করেছে বাফুফে। এদিকে ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আরামবাগ-আবাহনী ম্যাচে রেফারির ওপর চড়াও হবার ঘটনা নিয়ে তদন্ত করছে বাফুফের শৃঙ্খলা কমিটি। এ সপ্তাহের মধ্যেই আসবে সিদ্ধান্ত। যদিও তা হয়তো সীমাবদ্ধ থাকবে আর্থিক জরিমানার মধ্যেই।
×