ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইকোর্টে শহিদুল আলমের জামিন

প্রকাশিত: ০৬:১৯, ১৬ নভেম্বর ২০১৮

হাইকোর্টে শহিদুল আলমের জামিন

স্টাফ রিপোর্টার ॥ চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চোখ হারানো ১৭ জনকে ওষুধ (ট্রাইপেব্লু) সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ এন্টারপ্রাইজকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার রায় বহাল রেখেছে আপীল বিভাগ। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। চোখ হারানো ১৭ জনকে ওষুধ (ট্রাইপেব্লু) সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ এন্টারপ্রাইজকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার রায় বহাল রেখেছে আপীল বিভাগ। এই আদেশের ফলে ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের মতো আইরিশ ওষুধ কোম্পানিকেও চোখ হারানো ১৭ জনকে ৫ লাখ টাকা করে দিতেই হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ সদস্য বিশিষ্ট আপীল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভাকেট অমিত দাসগুপ্ত। আদালতে আপীল আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
×