ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেট্রোরেলের কাজ করার সময় পাইপে ফাটল, উত্তরায় গ্যাস বন্ধ

প্রকাশিত: ০৪:৪০, ১৬ নভেম্বর ২০১৮

মেট্রোরেলের কাজ করার সময় পাইপে ফাটল, উত্তরায় গ্যাস বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ মেট্রোরেলের কাজের সময় উত্তরায় গ্যাস পাইপ লাইন কাটা পড়েছে। এতে ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তিতাস বলছে, আজ শুক্রবার সকাল নাগাদ পাইপ লাইন মেরামতের কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক হবে। এর আগে গত ৫ অক্টোবর রাতে একই এলাকায় মেট্রোরেলের জন্য বড় ড্রিল মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় তিতাস গ্যাসের মূল লাইন কাটা পড়ে। এত অল্প সময়ে দুই দফা একই এলাকায় লাইন কেটে যাওয়াতে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। তিতাস বলছে, কাজ করার আগেই তিতাসের লাইনের ড্রয়িং তাদের দেখানো হয়েছে। একটু যতœশীল হলেই এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আজমপুর এবং হাউজবিল্ডিং-এর মাঝামাঝি জায়গায় বিএনএস নামে একটি ভবনের সামনে মেট্রোরেলের কাজ করার সময় আগুনের কু-লি দেখা যায়। ঘটনার পর পরই দুর্ঘটনার আশঙ্কায় তিতাস তাদের মূল গ্যাসের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিতাস গ্যাস কোম্পানির পরিচালক মোঃ কামরুজ্জামান খান জানান, উত্তরার আজমপুর এলাকায় তিতাসের মেইন লাইনটি কেটে গেছে। এটি হাইপ্রেসার লাইন। এই ধরনের লাইন মেরামত করতে সময় প্রয়োজন হয়। মেরামতের কাজ শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রাতের মধ্যে কাজ শেষ করতে পারলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
×