ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধি সৌধে জার্মান রাষ্ট্রদূতের শ্রদ্ধা

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ নভেম্বর ২০১৮

বঙ্গবন্ধুর সমাধি সৌধে জার্মান রাষ্ট্রদূতের শ্রদ্ধা

বিডিনিউজ ॥ বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোলজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার রাতে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। জার্মান রাষ্ট্রদূত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করে সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষরও করেন। এ সময় তিনি বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেন। জার্মানি বাংলাদেশে অবাধ গণতন্ত্রের চর্চা দেখতে চায়। সেজন্য একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরী বলে তিনি মনে করেন। আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা করছি। কোন রাজনৈতিক দলই নির্বাচনের বাইরে থাকবে না। জার্মানি কখনই সহিংস কোন পথকেই গণতন্ত্রের চর্চা মনে করে না। গত ১০ বছরে বাংলাদেশের অর্জন ব্যাপক এবং অর্থনৈতিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে মন্তব্য করে তিনি বলেন, অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনেরও ব্যাপক প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জার্মানি বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, ইলেক্ট্রনিক পাসপোর্ট, গুড গবর্নেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা বাংলাদেশকে সহায়তা করছি। জার্মানি সব সময় বাংলাদেশের জনগণের সঙ্গে আছে। জার্মান বাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। বাঙালী জাতির মহানায়কের স্মৃতিসৌধে এসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি নিজেকে ধন্য মনে করছি।
×