ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দশ টাকার এ্যাকাউন্টে মিলছে ঋণের সুবিধা

প্রকাশিত: ০৪:২৫, ১৬ নভেম্বর ২০১৮

দশ টাকার এ্যাকাউন্টে মিলছে ঋণের সুবিধা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় দশ টাকার এ্যাকাউন্ট খুলে ঋণের সুবিধা পাচ্ছেন হতদরিদ্র নারীরা। উপজেলার কুসুম্বা কৃষি সমবায় সমিতি লিমিটেডের আওতাভুক্ত ৭০ জন নারী ইতোমধ্যেই এ সুবিধা ভোগ করছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দশ টাকার এ্যাকাউন্টে জামানত ছাড়াই ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। জানা গেছে, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর মাত্র ২০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে কুসুম্বা কৃষি সমিতি নামে একটি নারী সংগঠন। সপ্তাহে ৫০ টাকার সঞ্চয়ে হাঁটি হাঁটি পা-পা করে এগিয়ে যান তারা। ক্রমেই সদস্য সংখ্যা বাড়তে থাকে। এ অবস্থায় ২০১৫ সালের ২১ অক্টোবর উপজেলা সমবায় দফতরের মাধ্যমে নিবন্ধন করিয়ে নেয়া হয়। সমিতির নামকরণ করা হয় ‘কুসুম্বা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ’। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা ১৫০ জন। প্রত্যেকেই প্রধানমন্ত্রীর ঘোষিত দশ টাকার হিসাব খুলেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রসাদপুর শাখায়। এ হিসাবের বিপরীতে জামানত ছাড়াই ইতোমধ্যে ৭০ জন নারী ঋণের সুবিধা ভোগ করছেন। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। সমিতির সভাপতি কামরুন নাহার জানান, কুসুম্বা কৃষি সমবায় সমিতি লিমিটেড সারাবাংলা কৃষক সোসাইটির (এমএমআই) আওতাভুক্ত।
×