ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২৩, ১৬ নভেম্বর ২০১৮

যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ ২০১৭-২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫.৪৫ টাকা। ৩০ জুন ২০১৮ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭০.৩৪ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ ফেব্রুয়ারি, বেলা ১১টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, চট্টেশ্বরী রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×