ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মা ও শিশু মৃত্যু রোধে সভা

প্রকাশিত: ০৪:০৯, ১৬ নভেম্বর ২০১৮

মা ও শিশু মৃত্যু রোধে সভা

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৫ নবেম্বর ॥ মা ও শিশু মৃত্যুরোধে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও ল্যাম্ব হাসপাতালের আয়োজনে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা পরিমল কুমারের সভাপতিত্বে সভায় প্ল্যান ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস স্পেশালিস্ট বিপ্লবী রানী দে, সমন্বিত পল্লী উন্নয়নের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জুলিয়া আখতার চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় শো’প্রকল্প সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মএলাকা, অংশগ্রহণকারী, মূল কার্যক্রম উল্লেখযোগ্য এবং সফলতা তুলে ধরা হয়। বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের দক্ষতা উন্নয়নে লক্ষ্যে আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. এ.এস. মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান খোকন।
×