ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে ৭ বছরের শিশু ধর্ষণ

প্রকাশিত: ০৪:০৭, ১৬ নভেম্বর ২০১৮

পটুয়াখালীতে ৭ বছরের শিশু ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৫ নবেম্বর ॥ সরকারী শিশু পরিবারের ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি আড়াল করার প্রতিবাদে এবং ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিশু পরিবারের কোমলমতি শিশুরা। বৃহস্পতিবার দুপুরে শিশু পরিবারের প্রধান ফটকে ও ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ১২ নবেম্বর ৭ বছরের এক শিশু স্কুল থেকে শিশু পরিবারে ফেরার পথে এক দোকানদার কর্তৃক ধর্ষণের শিকার হয়। তবে এ ঘটনাটি শিশু পরিবার কর্তৃপক্ষকে অবহিত করলেও সমাজ সেবা অফিসার শিলারাণী এ বিষয়টি ধামাচাপা দেয়। এবং সে শিশুটিকে যথাযথ চিকিৎসা না করিয়ে আটকে রাখে। শিশুটির পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন এদিকে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযুক্ত ধর্ষক মতলেব হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট। দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা জখম স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরে রফিকুল ইসলাম নামে এক বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছুরিকাঘাতে তিনি জখম হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঁচুপাড়া-সুখানদিঘী মহল্লায় এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পেয়েছেন। দুর্গাপুর থানা পুলিশ জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল। তখন হেলমেট ও মুখোশ পরে পাঁচ-ছয় জন অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি পিস্তল উদ্ধার করে। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৫ নবেম্বর ॥ মামলা প্রত্যাহার ও মামলার প্ররোচনাদানকারীর বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ভেদরগঞ্জ উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচীতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদারের নেতৃত্বে নারায়ণপুর ইউনিয়ন ও তার আশপাশের ৫ শতাধিক লোক অংশ গ্রহণ করেছে। জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের মৃত দীন মোহাম্মদ তালুকদারের ছেলে বাদল তালুকদার বাদী হয়ে ১০ অক্টোবর শরীয়তপুরে নারী ও শিশু ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলার ৩ নং বিবাদী রাজীব তালুকদার ও ৪ নং বিবাদী মালেক তালুকদার ঘটনার সঙ্গে জড়িত ছিল না বলে মানববন্ধনকারীরা দাবি করেছেন। তাদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারসহ মামলায় প্ররোচনাদানকারী রতন তালুকদারের বিচার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন শেষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
×