ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে পরীক্ষা দেয়ার সময় ৮ ছাত্রী অসুস্থ

প্রকাশিত: ০৪:০৭, ১৬ নভেম্বর ২০১৮

শিবগঞ্জে পরীক্ষা দেয়ার সময় ৮ ছাত্রী অসুস্থ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উপজেলায় নবম শ্রেণীর (কারিগরি) সমাপনী পরীক্ষা দেয়ার সময় পর পর ৮ ছাত্রী বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে পরীক্ষার হলে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পরীক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তবে তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। মানসিক টেনসনজনিত (এইচসিআর) কারণে ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন। পরীক্ষা শুরুর দু’ঘণ্টা পর এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে অসুস্থ পরীক্ষার্থীরা পরবর্তী এক ঘণ্টা পরীক্ষায় অংশ নিতে পারেনি। উপজেলা প্রশাসন ও কেন্দ্র সচিব জানায়, শিবগঞ্জের চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের পরীক্ষা চলছিল। কারিগরি শিক্ষার নবম শ্রেণীর সমাপনী এই পরীক্ষায় বৃহস্পতিবার অতিরিক্ত বিষয়ে (কৃষি শিক্ষা) পরীক্ষা গ্রহণ চলছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীরা দুই ঘণ্টা স্বাভাবিকভাবেই পরীক্ষা দেয়। দুপুর ১২টার দিকে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল (কারিগরি) শাখার শিক্ষার্থী মাহমুদা আক্তার সিমা (১৫) নামে এক পরীক্ষার্থী মাথা ঘুরছে বলে কর্তব্যরত শিক্ষককে জানায়। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।
×