ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:০৬, ১৬ নভেম্বর ২০১৮

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৫ নবেম্বর ॥ বৃহস্পতিবার ভালুকা পৌরসভার খিরু ব্রিজের ওপর উল্টোদিক থেকে আসা অটোরিক্সার সঙ্গে পিক আপের ত্রিমুখী সংর্ঘষে শিশুসহ ২জন নিহত ও ৫জন আহত হয়েছেন। জানা গেছে, ঘটনার সময় ভালুকাবাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা ঢাকামুখী যাওয়ার সময় খিরু ব্রিজের ওপর ভালুকাগামী একটি পিকআপ পেছন থেকে একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সাটি বিপরীত দিক থেকে আসা অপর একটি রিক্সাকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৭জন আহত হয়। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর অটোরিক্সার চালক উপজেলার মল্লিকবাড়ি গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল হেকিম (৫৫) ও ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল মিয়ার ছেলে রাব্বী (১০) মারা যান। আহতরা হলেন, নিহত রাব্বীর বাবা সোহেল, তার মা দোলেনা আক্তার, দিনাজপুর জেলার চঞ্চল কুমার, গফরগাঁও উপজেলার নবী হোসেন, উপজেলার বাশিল গ্রামের হালিমা আক্তার ও হবিরবাড়ি গ্রামের হাবীবা আক্তার। যশোরে তীর্থযাত্রী স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, যশোর-নড়াইল সড়কের করিমপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুশোভন খিসা (৬৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন রা ১৫ জন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুশোভন খিসার বাড়ি রাঙামাটি জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া সাতটার দিকে বেনাপোলের উদ্দেশে রাঙামাটি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোর-নড়াইল সড়কের করিমপুর বড়পুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নড়াইলগামী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নীলফামারীতে বৃদ্ধা স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ডিমলা উপজেলার ফুল খাতুন(৭০) নামের এক বৃদ্ধ। বুধবার রাত ১০টায় ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের খগারহাট স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ কেন্দ্রীয় বাজার গ্রামের আলী হোসেনের স্ত্রী ও পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানের ফুফু।
×