ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ গণিত;###;মোঃ আনোয়ার হোসেন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২৫, ১৫ নভেম্বর ২০১৮

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। গাণিতিক বাক্য ১। গাণিতিক বাক্য কাকে বলে? উত্তর : যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন উক্ত বাক্যটিকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে। ২। ১৫ + ৪০ = ৬৫ - [] গাণিতিক বাক্যটিতে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? উত্তর : ১০। ৩। খোলা বাক্য কাকে বলে? উত্তর : যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন উক্ত বাক্যটিকে খোলা বাক্য বলা হয়। ৪। একটি খোলা বাক্যের উদাহরণ দাও। উত্তর : ক + ৪৫ = ১০০। ৫। প্রক্রিয়া প্রতীক কয়টি? উত্তর : ৪ টি। ৬। সম্পর্ক প্রতীক কয়টি? উত্তর : ৮ টি। ৭। প্রক্রিয়া প্রতীকগুলো লেখ। উত্তর : + (যোগ), - (বিয়োগ), * (গুণ), স্ট (ভাগ)। ৮। > ; < কোন ধরনের প্রতীক? উত্তর : সম্পর্ক প্রতীক। ৯। ৯৬ স্ট ক = ৮ ; ক এর মান কত? উত্তর : ১২ ১০। পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করে গুণফলকে পনের দ্বারা ভাগ কর - উক্তিটি গাণিতিক বাক্যে প্রকাশ কর। উত্তর : (৭৫ * ৫) স্ট ১৫। ১১। সংখ্যা প্রতীক কাকে বলে? উত্তর : সংখ্যা বা অঙ্ক লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাই সংখ্যা প্রতীক। যথা: ০, ১, ২, ৩ ইত্যাদি। ১২। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী? উত্তর : ১০টি। যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ১৩। ২১৫ থেকে ২৭৮ সংখ্যাটি বড়। গাণিতিক বাক্য কী হবে? উত্তর : ২৭৮ > ২১৫। ১৪। দ্বিতীয় ও তৃতীয় বন্ধনীর প্রতীক লিখ? উত্তর : { } ও [ ] ১৫। ( ক স্ট ৭) + ৪ = ২০ খোলা বাক্যটিতে 'ক' এর মান কত? উত্তর : ১১২। ১৬। অজানা সংখ্যা নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয়? উত্তর : অক্ষর প্রতীক। ১৭। ৪৩ থেকে ক বিয়োগ করলে বিয়োগফল ৩০ হয়, তা প্রতীকের সাহায্যে লিখ। উত্তর : ৪৩ - ক = ৩০। ১৮। বন্ধনী প্রতীক কয়টি ও কী কী? উত্তর : ৩ টি। যথা: ( ), { }, [ ]। ১৯। ৩ * ক + ২ = ১৪ হলে ক এর মান কত? উত্তর : ৪
×