ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নাট্যকার রাজীব মণি দাস

প্রকাশিত: ০৬:৫৭, ১৫ নভেম্বর ২০১৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নাট্যকার রাজীব মণি দাস

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময়ের তরুণ গীতিকবি ও নাট্যকার রাজীব মণি দাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৬ নবেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। সে সময় প্রথমে মিরপুরের একটি বেসরকারী হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্টে ডেঙ্গু জ্বরের আলামত পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩৩৬ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রাজীব মণি দাস জানান, জ্বরের প্রকোপের সঙ্গে প্রচ- বমি ও মাথা ব্যথাও হচ্ছে তার। এদিকে রাজীব মণি দাসের অসুস্থতার খবরে মিডিয়ার অনেক পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলী তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। তার আশু রোগমুক্তি কামনা করেছেন সংশ্লিষ্টরা।
×