ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ আমার পালা’

প্রকাশিত: ০৬:৫৭, ১৫ নভেম্বর ২০১৮

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ আমার পালা’

স্টাফ রিপোর্টার ॥ আমাদের এই দেশে পাবলিক বাসে নারীদের যৌন হয়রানির বিষয়টি অহরহ ঘটছে। একটু সুযোগ পেলেই যেন আমাদের লোভাতুর চোখ, হাত-পা লালসার খেলায় মেতে ওঠে। কিছু নরপশু সামলে রাখতে পারে না নিজেকে। চলন্ত বাসে মেয়েদের মলেস্ট করার গল্প নিয়েই নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ আমার পালা’ । এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। এর আগে নিজের গল্পে কাজ করলেও প্রথম বারের মতো অন্যের গল্পে কাজ করলেন এই নির্মাতা। চলচ্চিত্রের চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন। ‘আজ আমার পালা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শায়লা খানম নাদিয়া, মনোজ কুমার, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে। ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কে পুরো চলচ্চিত্রের শূটিং করেছেন পরিচালক। এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল বলে জানান তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ‘ধ্রুব টিভি’তে গতকাল বুধবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ আমার পালা’ রিলিজ হয়েছে বলে জানান ধ্রুব এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ।
×