ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনিশ্চিত সাকিব!

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ নভেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনিশ্চিত সাকিব!

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে পুরো সিরিজজুড়েই ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার থাকা অনিশ্চিতই। প্রথম টেস্টে যে সাকিবকে মিলছে না তা নিশ্চিত। দ্বিতীয় টেস্টেও সেই সম্ভাবনা রয়েছে। প্রথম টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২২ নবেম্বর। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নবেম্বর। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের ক্রিকেটাররা বাংলাদেশে আসা শুরু করে দিয়েছেন। সাকিব বুধবার থেকে ব্যাটিং করা শুরু করেছেন। তবে ধীরে তালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হতে বাকি সাতদিন। এই সাতদিনে পুরো ঠিক হওয়া সম্ভব নয় বলেই ধারণা করা হচ্ছে। দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনও ১৫দিন বাকি। সেই টেস্টের আগে সাকিব খানিক ঠিক হতে পারেন। কিন্তু ঠিক হয়েই টেস্টের মতো কঠিন খেলায় নেমে যাবেন, তাও তো সম্ভব নয়। আগে কোন প্রস্তুতি ম্যাচ না খেলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামলে যদি আবারও আঙ্গুলে ব্যথা দেখা দেয়। দ্বিতীয় টেস্টের কথা এখনই শতভাগ নিশ্চিত নয়। তবে প্রথম টেস্টে যে খেলছেন না সাকিব সেই ইঙ্গিত বুধবার নিজেই দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচের আগে আপনার আশা? সাংবাদিকরা এমন প্রশ্ন করতেই সাকিব জানান, ‘আস্তে আস্তে শুরু করেছি। এরপর পেস বাড়ার পর বুঝতে পারব কি হচ্ছে। জলদি করা যাবে না। এটা হলো প্রথম কথা। কয়েকদিনের ভিতরে বুঝতে পারব, কি হবে।’ সেই কয়েকদিন আসতে আসতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হয়ে যাবে। সাকিব কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না। তাই ধীরে ধীরে এগিয়ে যেতে চান। বুধবার ব্যাটিং শুরু করেই জানান, ‘মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে ধীরে ধীরে শুরু করলাম। প্রথমদিন হিসেবে ভালই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। প্রথমদিন হিসেবে আমি বলব অনেক ভাল।’ সঙ্গে যোগ করেন, ‘সবই ধীরে ধীরে শুরু হবে। কাল (আজ), পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করব। সবকিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। ইমপ্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব।’ আশার কথা, সাকিব কোন ব্যথা অনুভব করছেন না। ব্যথা হলেই যে সাকিবের ফেরা দেরি হতেই থাকবে। সাকিব তাই বলেছেন, ‘ওটাই বললাম যে কোন ব্যথা অনুভব করিনি। বেশ ভাল অনুভব করছি। এরপর ভলিউম বাড়লে, পেস বাড়লে এবং বেশিক্ষণ ব্যাটিং করলে বোঝা যাবে।’ সাকিবের টেস্ট সিরিজ খেলার সঙ্গে তামিম ইকবালেরও খেলার আশা দেখা হয়েছে। কিন্তু হঠাৎ করে পাজরে ব্যথা পেয়েছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিমের খেলা নিয়ে সাকিব বলেন, ‘কেউ খেলতে না পারলে দলের জন্য একটা নেতিবাচক ব্যাপার। কিন্তু আমি আশা করব ও যেন প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যায়। দেখা যাক ফিজিও ওর বিষয়ে কি বলে।’
×