ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিটলারের প্রিয় ইহুদী বালিকা

প্রকাশিত: ০৬:০৪, ১৫ নভেম্বর ২০১৮

হিটলারের প্রিয় ইহুদী বালিকা

একজন বয়স্ক ব্যক্তি একটি বালিকাকে হাসিমুখে জড়িয়ে ধরে আছে, প্রথম দর্শনে ওপরের ছবিটি দেখে মনে হতে পারে বিষয়টি খুব হাসি-খুশির। কিন্তু ভাল করে তাকালে এর অন্ধকার দিকটি ধরা পড়বে। কারণ এই ব্যক্তি এ্যাডলফ হিটলার যিনি ৬০ লাখ ইহুদী ধর্মাবলম্বীকে হত্যা করেছেন। আর এই বালিকাটিও একজন ইহুদী। তা সত্ত্বেও, হয়ত রোসা বেরনিল নেইনাউয়ের সঙ্গে হিটলারের বন্ধুত্ব টিকেই থাকত, যদি উচ্চপর্যায়ের নাৎসি কর্মকর্তারা সেখানে নাক না গলাতেন। ছবিটি তুলেছিলেন হেইনরিক হফম্যান। কিছুদিনের মধ্যে এই ছবিটি যুক্তরাষ্ট্রে নিলামে উঠতে যাচ্ছে, যার দাম ১০ হাজার ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রোসা এবং হিটলারের ছবি দেখা গেলেও, হিটলারের স্বাক্ষর করা বা রোসার ফুলের ছবি আঁকা ছবিটি আগে দেখা যায়নি। একই দিনে জন্মদিন হওয়ার কারণেই এই ইহুদী ছোট্ট মেয়েটিকে হিটলারের কাছাকাছি নিয়ে এসেছিল। -বিবিসি অবলম্বনে।
×