ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেসটিনি চেয়ারম্যানের তিন বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:০০, ১৫ নভেম্বর ২০১৮

ডেসটিনি চেয়ারম্যানের তিন বছরের কারাদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনকে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় তিন বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার ৬নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহবুবর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দণ্ডের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে আসামি মোহাম্মাদ হোসেনের নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি, ১১ লাখ, ৭১ হাজার ৫০৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এরপর দুদক এ আসামিকে ২০১৬ সালের ১৫ জুন ৭ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে নোটিস প্রদান করে। ওই আসামি তখন ডেসটিনি কোম্পানির অর্থ আত্মসাতের মানিলন্ডারিং মামলায় কারাগারে ছিলেন। আরও চার নেতার বহিষ্কারাদেশ তুলে নিল বিএনপি স্টাফ রিপোর্টার ॥ ক’দিন আগে ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও চার নেতারা বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তারা সবাই ছিলেন দলের সংস্কার পন্থী নেতা। বুধবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হচ্ছেন সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সাবেক সাংসদ ও রাঙ্গামাটি জেলা বিএনপির নেতা মনি স্বপন দেওয়ান, নেত্রকোনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পদক এস এম শফিকুল কাদের সুজা এবং পাবনা জেলার সদর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক।
×