ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবেদন খারিজ

অধ্যাপক আবুল খায়ের ও শহীদুল আলমের বিরুদ্ধে মামলা চলতে কোন বাধা নেই

প্রকাশিত: ০৪:৫৭, ১৫ নভেম্বর ২০১৮

অধ্যাপক আবুল খায়ের ও শহীদুল আলমের বিরুদ্ধে মামলা চলতে কোন বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল খায়েরের দুর্নীতি মামলা ও খুলনা বিভাগীয় আয়কর উপদেষ্টা মোঃ শহীদুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে উক্ত দু’জনের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীগণ। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোটের দ্বৈত বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল খায়েরের দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদলতে চলমান এই মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশও দিয়েছেন আদালত। মামলা বাতিল বিষয়ে আগের জারি করা রুল নিষ্পত্তি করে দিয়ে বুধবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও আসামিপক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আয়কর উপদেষ্টার বিরুদ্ধে মামলা চলবে ॥ ভুয়া করদাতা সাজিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা বিভাগীয় আয়কর উপদেষ্টা মোঃ শহীদুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৬ মাসের মধ্যে যত দ্রুত সম্ভব মামলাটি বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেয় আদালত। ফলে বিচারিক আদালতে চলমান এ আয়কর উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত আগের জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা খারিজ করে আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তবে এ সময় শহীদুল আলমের পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
×