ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবজাতকের ঠিকানা মিলেছে

প্রকাশিত: ০৪:৩৫, ১৫ নভেম্বর ২০১৮

নবজাতকের ঠিকানা মিলেছে

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৪ নবেম্বর ॥ উপজেলায় ধান ক্ষেতে কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে দত্তক দিল ঈশ্বরগঞ্জের আদালত। এর আগে বিশ নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নিতে ঈশ্বরগঞ্জের চৌকি আদালতের গার্ডিয়ান এ্যান্ড ওয়ার্ড এ্যাক্ট বলে আবেদন করেন। আদালত শুনানির পর শিশুটিকে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ঝনঝনা গ্রামের নিঃসন্তান দম্পতি নবীমূল ও রণু আক্তারকে দত্তক দেন। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল উপজেলার ঘোষপালা নামক স্থানে শিশুটি পাওয়া যায়। ভ- মজিদের বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ নবেম্বর ॥ চরফ্যাশন উপজেলার কালেমা জামায়াতের কথিত আমির ভ- আবদুল মজিদের ধর্মের নামে সব ভ-ামি ও শিশু পাচারসহ বিক্রি, শিশুদের শিক্ষা থকে বঞ্চিত করার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা ইমান আক্বীদাহ্ সংরক্ষণ কমিটির আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভোলা ইমান আক্বীদাহ্ সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা বশির উদ্দিনের সভাপত্বিতে বক্তব্য রাখেন, নূরে আলম, তাজউদ্দিন ফারুক, মিজানুর রহমান, আতাউর রহমান মোনতাজি, মাওলানা তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য এইচএম ইব্রাহিম খলিল প্রমুখ।
×